ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, “বাংলাদেশের মানুষ আজ উন্মুখ হয়ে বসে আছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ধানের শীষের পক্ষে তাদের মতামত প্রকাশ করে একটি জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করার জন্য।”
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র্যালি শুরুর আগে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ কে এম ফজলুল হক মিলন বলেন, “আমাদের লক্ষ্য প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও কালীগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করাই বিএনপির রাজনীতি। কেউ আঘাত করলে আমরা প্রতিঘাত করব না, সহনশীলতার মাধ্যমে গণতান্ত্রিক পথেই এগিয়ে যাব।”
তিনি এ সময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে ধানের শীষের পক্ষে কোনো স্লোগান না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “আমরা সরকারকে সহযোগিতা করব এবং নির্বাচন কমিশনের সব বিধি-বিধান মেনে চলব। বিএনপি সবসময় গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে।”
এ সময় ফজলুল হক মিলন অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওসমান হাদির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিজয় র্যালিকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে মিলিত হলে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। পরে বর্ণাঢ্য র্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, সোলায়মান আলম, খাইরুল আহসান মিন্টু, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু, ইব্রাহীম প্রধান, লুৎফুর রহমান, যুবদল নেতা মাসুদ রানা, তাঁতীদল নেতা হারুন-অর-রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফী নেওয়াজ শাওন চৌধুরী, ইনজামামুল হক জাকির, সাইফুল ইসলাম সুমন, রাশিদুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোক...
নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্...
জামালপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ইসলামপুর উপজেলায় বিএনপির উদ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাট এলাকায় ইসলামী ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ সংলগ্ন দশমীপড়া...

মন্তব্য (০)