ছবিঃ সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি জাফর মোল্যা (৪২)-কে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-১০ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৫ ডিসেম্বর, ২৫ ইং তারিখ ভোর ৪টার দিকে মাছ ব্যবসায়ী উৎপল সরকার মাছ কেনার উদ্দেশ্যে অটোভ্যানে করে মুকসুদপুরের দিকে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অটো ইজিবাইকে আসা মুখোশ পরিহিত ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের গতিরোধ করে।
র্যাব সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা প্রথমে অটোভ্যান চালক ফিরোজ মোল্লাকে হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সাথে বেঁধে ফেলে। এ সময় তারা চালকের কাছ থেকে অটোভ্যানের চাবি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা উৎপল সরকারকেও প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা মাছ কেনার নগদ আনুমানিক ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা কেবল ছিনতাই করেই ক্ষান্ত হয়নি, তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে উৎপল সরকারকে হত্যা করে এবং মৃতদেহ রাস্তার পাশে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে রেখে যায়। পরে পথচারীদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এই নৃশংস হত্যার ঘটনায় উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুরের সালথা থানায় একটি মামলা (মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি.) দায়ের করেন। মামলাটি ক্লুলেস হওয়ায় তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায়, গতকাল রাত ১০ টার দিকে র্যাব-১০ এবং র্যাব-৪ এর যৌথ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম ব্যাংক টাউন এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি জাফর মোল্যাকে (৪২) গ্রেফতার করে। জাফর মোল্যা ফরিদপুর জেলার কোতয়ালী থানার তেতুলিয়া গ্রামের মৃত কাদের মোল্যার ছেলে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর কৃষক...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ল...
সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত পারিবারিক বি...
নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালি...

মন্তব্য (০)