ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর যুব বিভাগ কর্তৃক বিজয় র্যালির আয়োজন করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে র্যালিটি নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, এবং জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
বিজয় র্যালির সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল আহসান এমরুল, তিনি বলেন, "আমরা সকল দেশপ্রেমিক জনগণের বিজয় উদযাপন করছি। এই দিন আমাদের ঐক্য, শক্তি ও সংগ্রামের প্রমাণ।"
এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফ, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালীউল্লাহ মুজাহিদসহ অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ।
র্যালির শেষ পর্যায়ে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বিজয়ের গুরুত্ব এবং জাতির পক্ষে জামায়াতের অবদান নিয়ে আলোচনা করেন। নেতারা দেশপ্রেম ও ঐক্য ধরে রাখার মাধ্যমে জাতির অগ্রগতি সাধনের আহ্বান জানান।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজি...
চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশে যথাযোগ্য মর্যদায় বিপুল উৎসাহ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ...
বগুড়া প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বগুড়ায...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মহান বিজয় দ...

মন্তব্য (০)