• সমগ্র বাংলা

ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ীকে হত্যা: মামলার মূল আসামি গ্রেফতার করলো র‌্যাব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর ও ক্লুলেস মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) হত্যা মামলার অন্যতম আসামি ফিরোজ মাতুব্বর (৪০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তাম্বুলখানা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বোববার র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে মাছ ব্যবসায়ী উৎপল সরকার মাছ ক্রয়ের উদ্দেশ্যে মুকসুদপুরের দিকে রওনা হন। তিনি ফিরোজ মোল্যা নামে এক অটোভ্যান চালকের ভ্যানে ছিলেন।

ভোর ৪টা ৩০ মিনিটের দিকে সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি অটো ইজিবাইক তাদের গতিরোধ করে। ইজিবাইক থেকে মুখোশ পরিহিত ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে নেমে আসে।

 প্রথমে তারা অটোভ্যান চালক ফিরোজ মোল্যার হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় ছিনতাইকারীরা চালকের অটোভ্যানটির চাবি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

 এরপর অজ্ঞাতনামা ব্যক্তিরা উৎপল সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা মাছ কেনার নগদ আনুমানিক ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

হত্যাকারীরা উৎপল সরকারের মৃতদেহ রাস্তার পার্শ্বে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে রেখে অটোভ্যানটি রাস্তার পাশে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। পথচারীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় নিহত উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি., ধারা- ৩৯৪/৩০২ পেনাল কোড, ১৮৬০) রুজু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তাম্বুলখানা বাজার এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফিরোজ মাতুব্বর (৪০)-কে গ্রেফতার করে। ফিরোজ মাতুব্বর তেতুলিয়া গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

বেনাপোলে দুই ভারতীয় নারীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোস্ট কাস্টমসে দুই ভারতীয় নারীর কাছ থেকে ১৭ লক...

image

জামালপুরে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বা...

image

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিব...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রা...

image

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শফিকুল ইসলাম রাহী

চট্টগ্রাম প্রতিনিধি : দেশের রপ্তানি, বাণিজ্য ও বৈদেশিক আয়ে অ...

image

গোপালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের গ...

  • company_logo