চট্টগ্রাম প্রতিনিধি : দেশের রপ্তানি, বাণিজ্য ও বৈদেশিক আয়ে অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় এবার সিআইপি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক ) সংসদীয় আসন হতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
তিনি সংযুক্ত আরব আমিরাত হতে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আয়ে শীর্ষ স্থানে থাকায় বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ২০২৪-২৫ অর্থবছরে আগামী ২০২৬ ও ২০২৭ দুই বছর সময়ের জন্য সম্মানজনক (Commercially Important Person) সিআইপি মর্যাদায় ভূষিত হয়েছেন।
সিআইপি মর্যাদায় ভূষিত হওয়ার প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম রাহী বলেন, সিআইপি হিসেবে মনোনীত হওয়ায় আমি মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সম্মানজনক স্বীকৃতির জন্য।
এই স্বীকৃতি একান্তভাবে আমার ব্যক্তিগত অর্জন নয়; বরং আমার প্রতিষ্ঠান, সহকর্মী, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাঁদের নিরলস শ্রম, আন্তরিকতা ও সহযোগিতা ছাড়া এই সম্মান অর্জন সম্ভব হতো না।
আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি আমাকে দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সততা, পেশাদারিত্ব ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার করছি।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এই সফলতা অনুপ্রেরণা জোগাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আরও প্রবাসী বাংলাদেশিদের, যারা দেশের অর্থনীতিতে নিরবে-নিভৃতে অবদান রেখে চলেছেন। তিনি বলেন, এ অর্জন বাংলাদেশের রেমিট্যান্সযোদ্ধাদের সাফল্য ও দেশের মুখ উজ্জ্বল করেছে।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মরহুম মোহাম্মদ এনু মিয়ার ও মরহুমা আয়শা খাতুন এর সন্তান শফিকুল ইসলাম রাহী, বাংলাদেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতের আজমানে অবস্থিত রাহী ওয়ান ট্রাভেলস এর মাধ্যমে বহুমুখী সফলভাবে ব্যবসা পরিচালনা করে বৈদেশিক মূদ্রা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে প্রবাসীরা বদ্ধপরিকর।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। রাজনৈতিক ভাবে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে রয়েছেন।
তাছাড়া তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসন হতে ধানেরশীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশিও বটে।
সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ সুবিধা পান। এ ছাড়া ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন সুবিধা পান সিআইপি কার্ডধারীরা।
ব্যক্তি জীবনে শফিকুল ইসলাম রাহী এনুমিয়া আয়শাখাতুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান, শফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হিফজখানা এবং শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মানবিক সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য , চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সদস্য হিসেবে রয়েছেন।
তাছাড়া খাগরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, চরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ,আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আজীবন দাতা সদস্য ,সাতকানিয়া সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য , খাগরিয়া সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য,চট্টগ্রাম কদম মোবারক মুসলিম এতিমখানার আজীবন সদস্য, খাগরিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ,বায়তুন নূর জামেমসজিদের প্রধান উপদেষ্টা, চান্দগাও ডেপুটি রোড আবাসিক কল্যাণ সমিতি চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সহকারী সম্পাদক, খাগরিয়া মোহাম্মদীয়া আখতারুল উলুম এবতেদায়ী মাদ্রাসা - এতিমখানা ও হিফজখানার উপদেষ্টা, দোহাজারী গ্রীণ চার্টার্ড স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক,চন্দনাইশ বৈলতলী জাফরাবাদ ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সম্পৃক্ত রয়েছেন।
সিআই পি নির্বাচিত হওয়ায় চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা মোহাম্মদ মোজাহেরুল কাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোবারকবাদ জানান।
মন্তব্য (০)