• সমগ্র বাংলা

চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার নির্বাচিত চন্দনাইশের ওসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : ২য় বারের মত চন্দনাইশের ও সি জেলার শ্রেষ্ট অফিসার মনোনীত  চট্টগ্রাম জেলায় ২য় বারের মত শ্রেষ্ট ওসি হিসাবে মনোনীত হলেন ,চন্দনাইশ থানার ও সি মো:  গোলাম সরোয়ার।

গত বুধবার জেলা অপরাধ সভায়  আইন শৃংখলা রক্ষায় স্বীকৃতি স্বরুপ  পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সনতু জেলার শ্রেষ্ট অফিসারের পুরস্কার তুলে দেন চন্দনাইশের ও সি গোলাম সরোয়ারের হাতে।

আইন শৃংকলা  পরিস্থিতি স্বভাবিক রাখা,অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার,বিশেষ  অভিযান  পরিচালনা করা,  চুরি ডাকাতি চাদ্াবাজি নিয়ন্ত্রনে রাখা সহ নানাবিধ কার্যক্রম মুল্যায়ন করে এ পুরস্কারে  ভুষিত করা হয় বলে পুলিশ প্রশাসন জানিয়েছেন।

মন্তব্য (০)





  • company_logo