• সমগ্র বাংলা

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে: শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলার পাবলিক অডিটোরিয়ামে আয়োজিত ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

নগরকান্দা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত উপজেলার ৫২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, কোন জাতি যদি নিজের পায়ে দাড়াতে চায়, তাহলে সবার আগে তাদের সুশিক্ষিত হতে হবে। 

প্রত্যেকটা নাগরিকের শিক্ষা লাভের অধিকার রয়েছে। বিশেষ করে নারীদের শিক্ষা লাভের বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দ্বায়বদ্ধতা আনতে হবে।

অনুষ্ঠানে নগরকান্দা ও সালথা উপজেলা সহ আলগী ও হামিরদী ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি শামা ওবায়েদ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

মন্তব্য (০)





  • company_logo