ছবিঃ সিএনআই
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে ভয়ে হুড়োহুড়ি করে বহুতল ভবন থেকে নিচে নামতে গিয়ে পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ডেনিম্যাক কারখানায় এই ঘটনা ঘটে। এ সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শ্রমিকদের আনার হিড়িক পড়ে যায়। জায়গায় সংকোলন না হওয়ায় কিছু আহতদের অন্যত্র নেয়া হয়েছে। খবর পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর -৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রোগীদের ভয় না পেতে তিনি অনুরোধ জানান।
স্থানীয় রুহুল আমিন বলেন, হঠাৎ ভূমিকম্প হলে কারখানার শ্রমিকেরা বহুতল ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। এ সময় সিঁড়ি ও দেয়ালে আঘাত পেয়ে এবং পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। ভূমিকম্প হলে কারখানার প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিকরা বলেন, হঠাৎ ভূমিকম্প হলে ভবনের সব শ্রমিক হুড়োহুড়ি করে নামতে থাকেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকেরা ফটক ভাঙতে চেষ্টা করেন। হঠাৎ ফটক ভেঙে নিচে পড়ে। তখন ফটকের নিচে বহু শ্রমিক চাপা পড়েন। সাততলা ভবনের কারখানায় কমপক্ষে ১০ হাজার শ্রমিক কাজ করেন।
কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, হঠাৎ ভূমিকম্পে ভবন কাঁপতে থাকে। এ সময় শ্রমিকেরা আতঙ্কিত হয়ে যে যার মতো দৌড়াদৌড়ি করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। কয়েক হাজার শ্রমিক একসঙ্গে নামতে গিয়ে অনেকে আহত হন। অনেকেই আটকা পড়েন ভবনে। সিঁড়িতে পড়ে যান অনেক নারী শ্রমিক।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মহিদুল হাসান বলেন, ‘কারখানার নিরাপত্তাপ্রহরীরা ফটক বন্ধ করেন। এর বেশি এখন বলা সম্ভব নয়। অনেক শ্রমিক আহত হয়েছেন।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে বহু শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। সংখ্যা বলা খুবই কঠিন।’ তবে নির্ধারিত সংখ্যা বলা যাচ্ছে না।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। কারখানা কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় হাফিজুল প্র...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় আইন শৃঙ্খল...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ভূমিকম্পে ভবন ধসে স্যার সলিমুল্লাহ মেড...
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা...
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্প...

মন্তব্য (০)