ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নিরীহ ও সাধারণ মানুষের নামে হয়রানিমূলক গায়েবী মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট -- বুড়িমারী মহাসড়কের শ্রুতিধর বটতলা নামক স্থানে তিন ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মামলায় নাম থাকা আসামিদের স্বজন ও স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।এ সময় ভুক্তভোগীরা জানান,চলতি মাসের ১১নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে স্থানীয় ৩৩জনের নামে কালীগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান।
কিন্তু ভুক্তভোগীদের স্বজনরা জানান,যে ঘটনার কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে,সেরকম কোন ঘটনা ঘটেনি এলাকায়। এটি একটি হয়রানিমূলক মামলা। তাই আমরা দ্রুত এ মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মানববন্ধন ও বিক্ষোভ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, এজাহার নামেও আসামিসহ অজ্ঞাত আরো বেশ কিছু লোকজন বর্তমান সরকারকে উৎখাত করার জন্য রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ খোঁজ নিয়ে নামীয় ৩৩ জনসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : কেরা...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিক্ষাঙ্গন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের জমি থেকে প...

মন্তব্য (০)