• রাজনীতি

রায় বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে: নুর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা চাই এ রায়ের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে মানবতাবিরোধী অপরাধে বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে। এ রায়ে খুনি শেখ হাসিনাসহ সব অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে এ দেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট সরকার তৈরি হতে না পারে। রায় কার্যকরের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে বলে, এটা আমরা মনে করি।

সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৮ বছর পর ডাকসুর ভিপি হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে যেখানেই গিয়েছি সেখানেই রক্ত ঝরিয়েছি। টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝরিয়েছি এবং এই গণঅভ্যুত্থানেও গণঅধিকার পরিষদের ১২ জন নেতাকর্মীসহ ২ সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এ দেশের মানুষ ২৪-এর গণঅভ্যুত্থানের পূর্বে গত ৩ দশক ধরে, ৯০ থেকে ২৪ পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে। এক আওয়ামী লীগ ও না হলে বিএনপি। যে সমস্ত ছোট দল ছিল- ওই আওয়ামী লীগ ও বিএনপিকে বলয়কে কেন্দ্র করেই ছিল।

তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আওয়ামী লীগের নেতারা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে। আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মী তাদের রাজনৈতিক অধিকার রয়েছে। মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেন সবাই ওয়েলকাম করে। আমার আহ্বান সেটি। কিন্তু কেউ যদি ছদ্মবেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সেটাও সেই সমস্ত দলকে সতর্ক থাকতে হবে। আমরা কিছু জায়গায় দেখেছি। দিনের বেলায় অন্য দল করে, রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নাশকতা করার জন্য। এ ধরনের দুর্বৃত্তদের যেন কোনো দলে জায়গা না দেওয়া হয়। সেই বিষয়ে আমরা সতর্ক করছি। দুর্বৃত্তদের কারাগার ও জেলখানা।

এ সময় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে রায়কে স্বাগত জানাল গণঅধিকার পরিষদ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত ও পলাতক সাব...

image

সতর্কতা ও ঐক্য বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

নিউজ ডেস্ক : দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন...

image

কোনো ষড়যন্ত্রই খুনি হাসিনাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারব...

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্...

image

আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক : কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ...

image

‘তাজুল ইসলাম-শিশির মনিরদের চালাকি ফাঁস হয়ে গেছে: তারেক

নিউজ ডেস্ক : আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান জানিয়েছেন, দেশে বিচা...

  • company_logo