• গণমাধ্যম

গাজী টেলিভিশনে যোগ দিলেন জামালপুরের সাংবাদিক রিজভী

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : দেশের বেসরকারি টেলিভিশন গাজী টিভির নিউজরুম এডিটর হিসেবে যোগদান করলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাংবাদিক হাবিবুল হাসান রিজভী।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় গাজী টেলিভিশনের প্রধান কার্যালয়ে নিউজরুম এডিটর হিসেবে যোগদান করেন।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ইস্পাহানী আবাসিক এলাকার অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব আক্তারুজ্জামান এবং সাবেক শিক্ষিকা হামিদা খাতুনের সন্তান হাবিবুল হাসান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তার সাংবাদিকতার হাতেখড়ি। ৮ বছরের সাংবাদিকতায় দেশের বেসরকারি বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ(ইউএনবি), শীর্ষস্থানীয় টেলিভিশন সময় টিভি এবং জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকায় নিষ্ঠার সাথে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় গণমাধ্যমগুলোতে কাজ করা ছাড়াও সিলেট এবং জামালপুরের বিভিন্ন আঞ্চলিক পত্রিকাগুলোতেও তার লেখা সংবাদগুলো প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিক হাবিবুল হাসান রিজভী শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জামালপুর জেলার "প্রেসক্লাব জামালপুর", দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রাচীন সাংবাদিক সংগঠন "সিলেট প্রেসক্লাব", সিলেট জেলা প্রেসক্লাব ও সরিষাবাড়ীস্থ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোতে বেশ সখ্যতার পরিচয় তিনি ধরে রেখেছেন।

নিজের অনুভূতির কথা জানিয়ে সাংবাদিক হাবিবুল হাসান রিজভী বলেন, নবম-দশম শ্রেণীতে পড়াকালীন স্বপ্ন দেখা হয় সাংবাদিক হওয়ার। যা বাস্তবে রূপ নিয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন দেশের বেশকিছু বড় গণমাধ্যমে কাজ করার মধ্য দিয়ে। মূলত মাঠের সাংবাদিক হিসেবে আমার কাজ করা এবং শেখা। সংবাদের ডেস্ক আমার জন্য নতুন জায়গা। আশা রাখি নতুন অভিজ্ঞতা এবং শিক্ষা গ্রহণ করে পুনরায় সেই মাঠের সাংবাদিক হিসেবে ফিরে যাবো। সাংবাদিকতার উপর আরও উচ্চতর ডিগ্রি গ্রহণ করে আমার নিজ জেলা জামালপুরসহ দেশের সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছা সর্বত্র চালিয়ে যাবো।

মন্তব্য (০)





image

দিনাজপুরে নবম ওয়েব বোর্ড বাস্তবায়নের দাবিতে সাংবাদিক ইউ...

দিনাজপুর প্রতিনিধি : নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং মফস্বল সাংব...

image

মুক্ত গণমাধ্যম ও কৌশলের উপর আন্তর্জাতিক কনভেনশন সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ অর্থনীতিতে নোবেলজয়ী জোসেফ ই. স্টিগলিৎজ একট...

image

এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা হ...

নিউজ ডেস্ক : আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঘোষ...

image

গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের মারধর, মির্জা ফখরুলে...

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘট...

image

সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরাম...

  • company_logo