• জাতীয়

দেশ ছাড়তে চান ১৮.৩ শতাংশ তরুণ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের তরুণ প্রজন্মের ১৮.৩ শতাংশ বিদেশে পাড়ি জমাতে চান। আর তাদের বড় অংশই অর্থনৈতিক ও রাজনৈতিক কারণকে এ সিদ্ধান্তের পেছনে দায়ী করছেন। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) এক সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। 

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বিওয়াইএলসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেশের আটটি বিভাগের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার ৫০০ তরুণ-তরুণীর মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে।

জরিপে দেখা যায়, দেশের ৮১.৭ শতাংশ তরুণ বিদেশে যেতে চান না, তবে ১৮.৩ শতাংশ দেশ ছাড়তে চান। বিদেশে যেতে ইচ্ছুকদের মধ্যে ৫৮.১ শতাংশ অর্থনৈতিক কারণে এবং ৪৪.৫ শতাংশ রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন।

জরিপে অংশ নেওয়া তরুণদের ৯৭.২ শতাংশ জানিয়েছেন, তারা ভোট দিতে আগ্রহী। তাদের মধ্যে ১৯.৬ শতাংশ বিএনপিকে, ১৬.৯ শতাংশ জামায়াতকে এবং ৯.৫ শতাংশ আওয়ামী লীগকে ভোট দিতে চান। সিদ্ধান্তহীন রয়েছেন প্রায় ৩০ শতাংশ তরুণ।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে তাদের সমর্থক তরুণদের মধ্যেও অনীহা দেখা যায়— জরিপে অংশ নেওয়া আওয়ামী লীগপন্থি ৫৬.৯ শতাংশ তরুণ জানিয়েছেন, সেক্ষেত্রে তারা ভোট দেবেন না।

ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্নে তরুণদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে বলে মনে করেন ৪৯.৮ শতাংশ; ১৮.৫ শতাংশ মনে করেন সুষ্ঠু হবে না, আর ৩১.৬ শতাংশ এই বিষয়ে নিশ্চিত নন।

তবে সামগ্রিকভাবে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তরুণরাই সংখ্যাগরিষ্ঠ। জরিপে অংশ নেওয়া ৬১.৭ শতাংশ তরুণ বাংলাদেশকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সম্পর্কে ৫২.৬ শতাংশ তরুণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।

 

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তনে নারী উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে: প...

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং...

image

‎জুলাই গণঅভ্যুত্থানে স্কাউটদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নি...

নিউজ ডেস্কঃ জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১১ স্কাউট...

image

‎বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার:...

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎস...

image

স্বৈরাচার আমলে অব্যবহৃত সড়ক নির্মাণের অপব্যয় বন্ধ করা হবে...

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ...

image

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রে...

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবার...

  • company_logo