• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনসমুদ্র

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ অভিযান এবার এক নতুন মাত্রা পেয়েছে। যেখানেই সদস্য সংগ্রহের দিন ও স্থান ধার্য হচ্ছে, সেখানেই তা স্বতঃস্ফূর্তভাবে জনসভায় রূপ নিচ্ছে। এই গণজোয়ারের মূল কারণ জেলার জনপ্রিয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা।
‎সোমবার (১০ নভেম্বর) রাতে এরকমই এক অভূতপূর্ব ঘটনা ঘটলো লালমনিরহাট পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের তিনবারের নির্বাচিত পৌর কমিশনার আব্দুস ছালাম-এর নেতৃত্বে পরিচালিত সদস্য সংগ্রহ কার্যক্রমে যেন জনস্রোত নেমে আসে। পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা এলাকায় অনুষ্ঠিত এই কার্যক্রমে সদস্য হতে হাজার হাজার নারী-পুরুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
‎এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করার জন্য জোর আহ্বান জানান। যেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমনিরহাট জেলার এই ভালবাসার জবাব দিতে পারেন।
‎দুলু আরও বলেন, আপনাদের এই ভালোবাসা,এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই এলাকার মানুষ পরিবর্তন চায়। আজ ৫নং ওয়ার্ডের এই জনসমুদ্র দেখে আমি আবেগাপ্লুত। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আজ এখানে এসেছেন, আমি আপনাদের হতাশ করব না। আমি আপনাদের কাছে এই ওয়াদা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে লালমনিরহাটকে আমি একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো। আমার প্রতিটি কাজ হবে আপনাদের জন্য, জনগণের জন্য।
‎এ সদস্য সংগ্রহ অভিযানে জেলা মহিলাদলের সিনিয়র সহ সভাপতি লায়লা হাবিব, সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, জেলা বিএনপি'র যুগ্ন সাধারন সম্পাদক এ কে এম মমিনুল হক সহ অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের শমেসপুর ব্...

image

মানিকগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়কের ব্যাগ চুরির অভিযোগে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল...

image

দিনাজপুরে দুদকের গণশুনানীতে পুলিশ সুপারের কার্যালয়ের বিরু...

দিনাজপুর প্রতিনিধি: দুর্নীতি কমিশন আয়োজিত গন শুনানীতে দ...

image

লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযান, আটক ৫

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আওয়ামী লীগে...

image

ফরিদপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধিঃ গ্রেফতার হওয়া ফরিদপুর জেলা আওয়ামীলীগের ভা...

  • company_logo