• সমগ্র বাংলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়া, সাতকানিয়া ও চকরিয়া প্রতিনিধিদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজারো যাত্রী ও শত শত পণ্যবাহী যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কটি বর্তমানে দুই লেন হওয়ায় নিয়মিত যানজট, দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে কক্সবাজারে পর্যটক বৃদ্ধি ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় মহাসড়কটি এখন অচল অবস্থার সৃষ্টি করছে।

তারা আরও বলেন, সড়কটি ৬ লেনে উন্নীত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যাতায়াত সহজ হবে, পণ্য পরিবহন সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে। পাশাপাশি পর্যটন শিল্পে গতি আসবে, স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং সড়ক দুর্ঘটনা কমে সড়ক নিরাপত্তা নিশ্চিত হবে।

স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু দুই জেলার সংযোগ নয়, এটি দক্ষিণ-পূর্বাঞ্চলের বাণিজ্যিক ও পর্যটন উন্নয়নের অন্যতম প্রধান অবলম্বন। তাই দ্রুত সড়কটিকে ৬ লেনে উন্নীত করার সরকারি উদ্যোগ নেওয়া জরুরি।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রতিনিধিদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি এখন জাতীয় পর্যায়ে একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হবে এবং জনগণের দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন— লোহাগাড়া প্রতিনিধি তামিম মির্জা,  চকরিয়া উপজেলা প্রতিনিধি মো: ইব্রাহিম হোসেন ফারুকী, সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফী,এস আই রাসেদ পরিবহন সমিতি, লোহাগাড়া উপজেলা প্রতিনিধি আবু বক্কর, সাতকানিয়া উপজেলা  প্রতিনিধি মোহাম্মদ হোসাইন (মাসুম), সাতকানিয়া উপজেলা প্রতিনিধি তামিম চৌধুরী।

প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে অচিরেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ৬ লেনে উন্নীত হয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে।

 

মন্তব্য (০)





image

আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ১৩ ন...

image

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে বিশাল সমা...

পাবনা প্রতিনিধি : পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে...

image

কালীগঞ্জে ৩-৪ মাসের বিদ্যুৎ বিল একসাথে, গ্রাহকের বোঝা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা...

image

তিন দফা দাবিতে লালমনিরহাটে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক...

image

নড়াইল ২ আসনে বিএনপি'র মনোনয়নের দাবিতে শাহরিয়ার রিজভীর জ...

নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল...

  • company_logo