• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে শীতের আমেজে লেপ-তোশক বানাতে ব্যস্ত কারিগররা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শীতের হাওয়া বইতে শুরু করেছে। শীত পড়ার আগমনী সঙ্কেত পেতেই লেপ-তোশক বানানোর কারিগরদের এখন ব্যস্ত সময় যাচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তুলা ঝাড়া, সেলাই ও বানানোর কাজ।

স্থানীয় বাজার গুলোতে লেপ-তোশক তৈরির দোকানে এখন গ্রাহকদের ভিড় বেড়েছে। কেউ পুরনো লেপ-তোশক মেরামত করছেন, কেউবা নতুন বানাচ্ছেন। কারিগররা জানাচ্ছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে অর্ডারের চাপও বাড়ছে।

 কারিগর রহিম বলেন, “প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছি। এখনই ভালো সময়, শীত জমে গেলে তো কাজের শেষ থাকবে না।”

ঠাকুরগাঁওয়ের এই লেপ-তোশক ব্যবসা অনেক পরিবারকে মৌসুমি আয় এনে দিচ্ছে, যা তাদের জীবিকার অন্যতম ভরসা। এমন চিত্র দেখাগেছে ঠাকুরগাঁও শহর জুরে।

মন্তব্য (০)





  • company_logo