• সমগ্র বাংলা

পঞ্চগড় সীমান্তে তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের দায়ে একই পরিবারের তিন সদস্যকে আটক হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে। আটকের পর তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

হস্তান্তরকৃতরা হলেন- সিরাজগঞ্জের কালীদাসঘাটি পদমপাল গ্রামের মৃত বীরেন্দ্র কুমার ভৌমিকের ছেলে অনন্ত কুমার ভৌমিক (২৮), স্ত্রী চৈতি রানী (২৩) ও ছেলে অরন্য কুমার ভৌমিক (৩)। জানা গেছে তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবি জানায়, গত ৮ নভেম্বর বিকেলে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তিন বাংলাদেশিকে আটক করে। এরপর ১৮ ফুলবাড়ী বিএসএফ কোম্পানি কমান্ডার মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা বিজিবি কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানান এবং আটক ব্যক্তিদের ঠিকানা পাঠিয়ে ফেরত নেওয়ার অনুরোধ করেন। পরে বিজিবি ও স্থানীয় পুলিশ আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হয়। পরে রবিবার বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম  বলেন, বিষয়টি অবগত হওয়ার পর- আমরা তাদের পরিচয় শনাক্ত করে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করেছি। পরে তিনজনকে তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo