ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : এল,ডি,পির প্রতিষ্টাতা চেয়ারম্যান ড.কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, শহীদ জিয়ার নেতৃত্বে আমি সে দিন বিদ্রোহ ঘোষনা করে স্বাধীনতা যদ্ধে অংশ গ্রহন করেছি। শেখ মুজিব সহ শেখ পরিবারের কেউ মুক্তিযদ্ধে অংশ গ্রহন করেনি। শেখ হাসিনা জন্ম হয়েছিল পাকিস্থানে।
৮নভেম্বর শনিবার সন্ধায় এল,ডি,পির দ্ধিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড.অলি কথা বলছিলেন। চন্দনাইশ উপজেলা সদরের কাসেম-মাহবুব হাই স্কুল মাঠে সংগঠনের সভাপতি মোতাহের চেয়ারম্যানের সভাপেিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
প্রধান বক্তা ছিলেন,এল.ডি.পি চট্টগ্রাম দ:জেলা সভাপতি ইয়াকুব আলী,বিশেষ বক্তা ছিলেন,সাবেক জেলা সভাপতি এড,কফিল উদ্দিন চৌধুরী,সাধারন সম্পাদকব গোলাম কিবরিয়া শিমুল। এড,শাহজাহান, পি, পি এড,শাহাদত হোসেন,জেলা সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ,এড,নাছির উদ্দিন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুররহিম বাদশা।
সম্পাদকীয় বক্তব্য রাখেন, উপজেলা এল,ডি.পির সেক্রেটারী আকতার আলম,পৌর এল,ডি পির সভাপতি আইনুল কবির,সেক্রেটারী আকতার উদ্দিন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ,সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, দোহাজারী পৌরসভা এল.ডি.পির সভাপতি লেয়াকত আলী, মো:সায়েদ, মো:রাশেদ,মো:ইয়াকুব,মখলেচূর রহমান,সভায় মোতাহের মিয়াকে সভাপতি ও আকতার আলম কে সেক্রেটারী করে উপজেলা কমিটি ঘোষনা করেন।
নিউজ ডেস্ক : ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা...
নিউজ ডেস্ক : তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংস...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসন...
নিউজ ডেস্কঃ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপার...
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ...

মন্তব্য (০)