ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গড়ে ওঠা নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তাদের হাত ধরেই ‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানটি বাস্তবে রূপ নেয় এবং একটি নতুন মানচিত্র পাওয়া যায়।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির নবনির্বাচিত ছাত্রসংসদ প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, জাতির পক্ষ থেকে তাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতের কলুষিত ছাত্ররাজনীতিতে ছাত্রসংসদের নির্বাচিতরা উন্নয়নমূলক কাজে জড়িয়ে অসৎ উপায়ে রুজি করতো। তাই তিনি বর্তমান ছাত্রসংসদগুলোতে সততার পরীক্ষায় শতভাগ সাফল্য দেখতে চান, যেখানে এই জাতি এক ভাগ ফেলও দেখতে চায় না।
তিনি বলেন, ছাত্রনেতাদের দায়িত্ব শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নয়; জাতির স্বপ্নসারথি হিসেবে তাদের এই স্বপ্নকে ধারণ ও বাস্তবায়ন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের প্রতি জাতির যে পাওনা আছে, সেই প্রতিদান দিতে হবে।
ডা. শফিকুর রহমান দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে নবনির্বাচিত নেতারা এই ‘ভারী, পর্বতসমান দায়িত্ব’ অতিক্রম করতে পারবেন। তিনি ছাত্রসংসদকে আগামীর বাংলাদেশ গড়ার ‘রিহার্সেল’ হিসেবে উল্লেখ করেন। ছাত্রসংসদ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব একাডেমিক এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার জন্য প্রথম প্রায়োরিটি হবে ছাত্রসংসদের।
বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা নাই হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি ছাত্রসংসদকে এটা নিয়ে কাজ করার এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। যুবকদের নিয়ে জাতির যে আশা তৈরি হয়েছিল, কারও কারও ভুলের মাধ্যমে সেখানে কিছু ভাটা পড়েছে, যা ছাত্রসংসদ পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করার তাগিদ দিয়ে জামায়াত আমির বলেন, তিনি তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে চান এবং দেশের ককপিটে তাদের বসাতে চান। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা।
তিনি আশ্বাস দেন, পেছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করবো, শক্তি জোগাবো। ভুল করলে কানে কানে তোমাদের বলে সংশোধন করাবো। কথা না শুনলে হাতে ধরে বকা দেবো। যদি তাও না শুনো সম্মানের সঙ্গে জাতিকে সঙ্গে নিয়ে আসন থেকে সরিয়ে দেবেন।
তিনি বলেন, ‘রাগ করো না। তোমাদের সেইভাবেই প্রস্তুত হতে হবে।’ জামায়াত আমির বিশ্বাস করেন, তারা একটি হস্তিকে এই সমাজ থেকে তাড়াতে পেরেছেন এবং তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
নিউজ ডেস্ক : আগামীদিনে সরকারে গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক...
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌ...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যাত...
নিউজ ডেস্কঃ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠ...
ফরিদপুর প্রতিনিধিঃ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলে...

মন্তব্য (০)