• রাজনীতি

‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট: ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

‎৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় এবং স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দি থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। এটাই ছিল বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট।

‎তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, গণমাধ্যম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। মাত্র চার বছরে তিনি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, মুক্তবাজার অর্থনীতি চালু করেন। তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

‎সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে। এই অবস্থায় ৭ নভেম্বরের চেতনা থেকেই আমাদের এগোতে হবে, যে পথে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করা সম্ভব হবে এবং জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচারের নিশ্চয়তা মিলবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

‎জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গণভোট প্রসঙ্গে এক প্রশ্নে ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমাদের বক্তব্য ও গতকালের দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত আপনাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে। সেটাই আমাদের অবস্থান।’

‎এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদসহ মহানগর উত্তর আমিনুল হক, দক্ষিণ রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

‎শ্রদ্ধা নিবেদনের পর মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

‎এদিকে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে র‌্যালির কর্মসূচি নিয়েছে বিএনপি। রাজধানীতে বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলামটর হয়ে সোনারগাঁও হোটেল মোড়ে শেষ হবে।

মন্তব্য (০)





image

নির্বাচনি জোটে যাওয়ার বিষয়ে যা জানালেন নুরুল হক নুর

নিউজ ডেস্ক : আগামীদিনে সরকারে গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক...

image

সংলাপের মাধ্যমে ভাঙন কাটিয়ে উঠতে হবে: আমির খসরু

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌ...

image

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যাত...

image

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত ক...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর ...

image

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা ক...

ফরিদপুর প্রতিনিধিঃ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে বলে...

  • company_logo