ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার মহিলা ডিগ্রি কলেজে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়া সভায় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান প্রতিটি মানুষকেই প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। ইদানিং দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যৌন হয়রানী বেড়েই চলেছে। এমন জঘন্য কাজকে প্রতিরোধ করতে হলে অবশ্যই নারীসহ সকল শ্রেণিপেশার মানুষদের সচেতন হতে হবে। যৌন হয়রানী কি এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে নিজেদের সচেতন করতে হবে।
এমন বার্তা প্রতিটি মেয়ে অধ্যুষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এবং প্রতিবাদী হওয়ার অনুপ্রেরণা যোগানোর সাহস দিতেই জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল স্যার জেলাজুড়ে এমন ব্যতিক্রমী আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগকে শতভাগ বাস্তবায়ন করতে এবং নারীদের যৌন হয়রানীর বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে বিনির্মাণ করতেই আজকের আলোচনা সভার আয়োজন। আগামীতে ধারাবাহিক ভাবে উপজেলার আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের আলোচনা সভার আয়োজন করার কথা জানান এই কর্মকর্তা।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী থানার বাঘইল পশ্চিম পাড়া এলাকায় অভিযান চ...
চট্টগ্রাম প্রতিনিধি : পাহাড়ীয়া জনপদ ধোপাছড়ি বিস্তীর্ন এ জনপদে পৌছতে এক সময় লে...
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামে...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় গ...

মন্তব্য (০)