
প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে ঈদগাহ মাঠের পুরনো দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ঈদগাহ মাঠে ঈদের নামাজের সময় কে সামনে চেয়ার নিয়ে বসবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সূত্র ধরে বিরোধের সূচনা হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গ্রামে এখনও উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সাম...
দিনাজপুর প্রতিনিধি : পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, ব...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় ছেল...
ঝিনাইদহ প্রতিনিধি : মিডিয়াকর্মী স্বর্ণময়ীর মৃ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরতলীর বাইতুল আমান এলাকার বাইতুল...
মন্তব্য (০)