
নজরুল ইসলাম রাজু, রংপুর ব্যুরোঃ দূরশিক্ষায় আগ্রণী, উন্নয়নের অধম্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠার ৩২ বছর পেরিয়ে ৩৩ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভা।
মঙ্গলবার (২১ অক্টোবর )সকালে নগরীর টামিনাল এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ও রংপুর বসুন্ধার শুভ সংঘের উপদেষ্টা আবু হাফিজ মো. ফজলে নিজামি। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, আর বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনে অংশ নেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি-যা ছিল অনুষ্ঠানটির অন্যতম মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দিক।
র্যালিটি রংপুর আঞ্চলিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্র চত্বরে এসে শেষ হয়।এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ফেস্টুন ও প্ল্যাকার্ড-তাতে লেখা ছিল, “আলোকিত শহর গড়তে শিক্ষার বিকল্প নেই” এবং “শিক্ষাই জাতির মেরুদণ্ড”।পরে কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
প্রধান অতিথি আঞ্চলিক পরিচালক ও রংপুর বসুন্ধার শুভ সংঘের উপদেষ্টা আবু হাফিজ মো.ফজলে নিজামি।তিনি তাঁর বক্তব্যে বলেন,“বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা বিস্তারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যারা সময়, অর্থ বা দূরত্বের কারণে নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত, তাদের জন্য বাউবি খুলে দিয়েছে নতুন দিগন্ত। এই দূরশিক্ষা পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই মানুষ উচ্চশিক্ষা অর্জন করছে- যা একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন,ভবিষ্যতের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ক্রমেই বাড়ছে। আমাদের লক্ষ্য হলো- শিক্ষাকে আরও সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর করা, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সমানভাবে শিক্ষার আলো পায়।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজিজার রহমান, উপ-আঞ্চলিক পরিচালক মো. আবু সায়েম, সহকারী পরিচালকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা।
বক্তারা বলেন বাউবি শুধু শিক্ষা নয়, সামাজিক অন্তর্ভুক্তিরও একটি শক্তিশালী মাধ্যম। নারী, তৃতীয় লিঙ্গ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ তৈরি করে বিশ্ববিদ্যালয় একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের তৃতীয় লিঙ্গের সাধারণ সম্পাদক হাসান বাবু সোনালী, সাংগঠনিক সম্পাদক শহীদ হোসেন শ্রাবণসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা বলেন,“বাউবি আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছে, যা সমাজে আমাদের মর্যাদা ও আত্মবিশ্বাস দুটোই বাড়িয়েছে। আমরা চাই— এ ধরণের উদ্যোগ আরও বিস্তৃত হোক, যেন সবাই সমানভাবে শিক্ষার সুযোগ পায়।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক বলেন,আজ আমরা গর্বিত যে, বাউবির শিক্ষার্থীরা দেশের প্রতিটি গ্রামাঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় এই শিক্ষাব্যবস্থা এখন আরও গতিশীল ও সময়োপযোগী।”
আলোচনা সভা শেষে কেক কেটে বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থী ও কর্মকর্তারা মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নযাত্রায় অংশীদার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে পুরো কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে একমত হন-“দূরশিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে বাউবিই হবে আগামীর বাংলাদেশ গঠনের অন্যতম চালিকাশক্তি।
মন্তব্য (০)