• শিক্ষা

‎ডাকসুর উদ্যোগে ‘আমাদের লাল বাস’ অ্যাপ চালু

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহণ ব্যবস্থা আরও সহজ করতে ডাকসুর উদ্যোগে চালু হয়েছে ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ। সম্প্রতি ওয়েবসাইটে অ্যাপটি উন্মোচন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে শুধু ওয়েবসাইট থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে, পরবর্তীতে প্লে-স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থানসহ আরও নানান তথ্য জানতে পারছেন।

‎ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তীতে অ্যাপটি প্লে-স্টোরেও পাওয়া যাবে। কোনো ত্রুটি অথবা জটিলতা দেখা গেলে আমাদের জানানোর জন্য অনুরোধ করছি।

‎এসএম ফরহাদ আরও বলেন, অ্যাপটিতে ড্রাইভারদের জন্য আলাদা অ্যাকাউন্ট ও স্টুডেন্টদের জন্য আলাদা অ্যাকাউন্ট রয়েছে। বাসটি কোন স্টপেজে আছে, আপনি যেই স্টপেজে আছেন সেখানে আসতে কত সময় লাগতে পারে-এ সকল তথ্য অ্যাপটির মাধ্যমে জানা যাবে।

‎এর আগে বিভিন্ন পর্যায়ে অ্যাপটির কার্যকারিতা যাচাই করা হয়। প্রথম ধাপে বাস কমিটির সদস্যরা প্রাথমিক ট্রায়াল পরিচালনা করেন। দ্বিতীয় ধাপে সীমিতসংখ্যক শিক্ষার্থী ট্রায়ালে অংশ নেন। তৃতীয় ধাপে বাস চালকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সরাসরি ট্রায়াল আয়োজন করা হয়, যাতে তারা অ্যাপটি দক্ষভাবে ব্যবহার করতে সক্ষম হন।

মন্তব্য (০)





  • company_logo