• জাতীয়

‎শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের তিনদিনেও মেলেনি ক্ষয়ক্ষতির সঠিক হিসাব ‎

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডের তিনদিন পার হলেও এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব মেলেনি। ব্যবসায়ীদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে খাত সংশ্লিষ্ট সবাই বলছেন, এতো বড় দুর্ঘটনার দায় এড়াতে পারে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইনস কিংবা কাস্টম হাউজ কেউ-ই।

‎২৪ এর গণঅভ্যুত্থানের পর ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহনের চাপ বেড়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বেশিরভাগ কার্গো পরিবহন কার্যক্রম চলে। ঢাকায় ৩৫টি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে, এর বেশিরভাগই বেলি কার্গো সুবিধা দেয়। এর বাইরে এমিরেটস, কাতার, টার্কিস, সাউদিয়াসহ বেশ কয়েকটি এয়ারলাইনস কার্গো পরিবহন করে।

‎ঢাকা থেকে বছরে ২ লাখ ১০ হাজার টন পণ্য রফতানি হয়। বলা হচ্ছে, প্রতিদিন ২শ থেকে আড়াইশ কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। ওষুধ শিল্পের কাঁচামাল, কম ওজনের বিভিন্ন মেশিনপত্র, তৈরি পোশাক, আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মালামাল ও ই কমার্স উদ্যেোক্তাদের পণ্য পরিবহন হয় এই পথে।

‎বিমানবন্দরে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেখানে এই আমদানি-রপ্তানিকৃত পণ্য রাখা হয়, শনিবার সেই কার্গো ভিলেজ পুড়ে ছাই। সেই আগুন নাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট খাতের সকলকে। প্রশ্ন উঠছে কেপিআই এলাকায় নিরাপত্তা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে।

‎বিকোএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এত দ্রুততম সময়ে আগুনটা এভাবে ব্যাপ্তি লাভ করলো কেন বা ফায়ার সার্ভিসের যে নিজেদের ফায়ার ফাইটিং টিম, তারা কী করলো? তারা কেন শুরুতেই এটা নিয়ন্ত্রণে নিলো না?’

‎তিনি বলেন, ‘আগুনটা এখন কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো বাংলাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কতটা অনিরাপদ!’

‎বহুদিন ধরে ব্যবসায়ীদের কার্গো সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমলে না নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরাও বলছেন, এয়ারলাইন্স ও ব্যবসায়ী- দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

‎বিমান বিশেষজ্ঞ কাজী ওয়াহিদ উল আলম বলেন, ‘এখন ইম্পোর্ট কার্গো আসলে সেগুলো রাখার কোনো ব্যবম্থাপনা নেই। যার জন্যইম্পোর্ট কার্গো আনার ব্যাপারে একটি অলিখিত নিষেধাজ্ঞা এয়ারলাইনগুলোকে দেয়া হয়েছে আরকি। এতে এয়ারলাইনগুলো লুজার হবে, যাদের দ্বারা এ মালামালগুলো পুড়ে গেছে। তাদের এ মালামালগুলো নতুন করে আনতে হবে। যদি এখন মাল আনতে না পারে, ইম্পোর্ট না হয়, তাহলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবে।’

‎গেলো ১২ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে শতভাগ নাম্বার দিয়েছিল যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। আর এর ৬ দিনের মাথায় এই কার্গো ভিলেজেই শিকার ভয়াবহ অগ্নিকাণ্ডের। যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সময় লেগেছে ৭ ঘণ্টা এবং আগুন পুরোপুরি নেভাতে লেগেছে ২৪ ঘণ্টারও বেশি সময়।

‎ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগতো না, যদি এখানে থাকতো নিজস্ব কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম। এখন তাই জনমনে প্রশ্ন উঠছে, যদি সত্যিই এখানে কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম না থেকে থাকে তাহলে ডিটেকশন ফর ট্রান্সপোর্ট কীসের ভিত্তিতে শতভাগ নিশ্চয়তা দিয়েছিল এখানকার নিরাপত্তা ব্যবস্থায়?

‎ইলেক্ট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. নিয়াজ আলী চিশতী বলেন, ‘শুধু কি কার্গো ভিলেজ, আমাদের প্যঅসেঞ্জার এয়ারপোর্ট যেটা রয়েছে, আল্লাহ তো বাঁচিয়েছে যে, সেখানে যদি আগুন লাগতো, শত শত মানুষ মারা যেতে পারতো। শুনতে অবাক লাগে যে এখানে কোনো ফায়ার ইক্যুইপমেন্টস নেই।’

‎আপাতত ম্যানুয়ালি পন্য আমদানির কাজ চললেও এই কার্গো ভিলেজের বিকল্প কী হবে তা নিয়ে অগ্নিকাণ্ডের তিনদিন পেরিয়ে গেলেও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত।

‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ ‘নতুন যে ভবন আছে সেখান থেকে ইম্পোর্টের কাজটা করতে পারে, করার পারমিশন দিতে পারে। এখানে পর্যাপ্ত স্থান ছিল না।’

‎২০১৫ সালে ইমিগ্রেশন পুলিশ অফিসে আগুন, ২০১৬ সালে টেক-অফের আগে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে আগুন, ২০১৭ সালে টার্মিনালে অগ্নিকাণ্ড, ২০২৫ এ এই ভয়াবহ অগ্নিকান্ড। দুর্ঘটনাবশত, উদ্দেশ্যপ্রণোদিত নাকি কোনো বাহিনীর গাফিলতি? উত্তর হয়তো মিলবে তদন্ত কমিটির রিপোর্টেই। তবে ইনসুরেন্স থাকলে ক্ষতিপূরণ পাবার সুযোগ থাকলেও বহু ক্ষুদ্র উদ্যোক্তারা কীভাবে ঘুরে দাঁড়াবে সেই নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মন্তব্য (০)





image

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে

নিউজ ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে সরিয়ে...

image

আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের হাতে

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয় প্...

image

সাগরে ফের লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপক...

image

আরপিও সংশোধন বাতিল ইভিএম, ফিরল ‘না ভোট’

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব...

image

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায়ই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

  • company_logo