• খেলাধুলা

হামলার জেরে সরে গেল আফগানিস্তান, পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তান। রাওয়ালপিণ্ডিতে ১৭ নভেম্বর থেকে এই তিন দেশের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু হওয়ার কথা ছিলো। পাকিস্তানের হামলার প্রতিবাদে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান।

‎পাকিস্তান ও আফগানিস্তানের হামলা পাল্টা হামলা চলছে সপ্তাহখানেকের বেশি সময় ধরে। ৯ অক্টোবর কাবুলে হামলা করে শুরুটা করেছিল পাকিস্তান। দেশটি শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের দাবি, এই হামলায় তাদের ৩ ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত হয়েছেন। নিহত ক্রিকেটাররা হলেন- কবীর, সিবগাতুল্লাহ ও হারুন। তারা প্রীতি ম্যাচ খেলতে পাকতিকার শারানায় গিয়েছিলেন।

‎এই হামলার প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়ে আফগানিস্তা জানায়, ‘মর্মান্তিক এই ঘটনার প্রতিক্রিয়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নভেম্বরের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। সৃষ্টিকর্তা শহীদদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আহতদের দ্রুত আরোগ্য দান করুন এবং এই শোকের সময়ে তাদের পরিবারকে ধৈর্য,​প্রতিদান এবং শক্তি দান করুন।’

‎আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও পাকিস্তানের হামলার তীব্র সমালোচনা করেন। হামলাকে বর্বর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং বিশ্ব মঞ্চে জাতির প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন এমন উচ্চাকাঙ্ক্ষী তরুণ ক্রিকেটারদের প্রাণহানি ঘটেছে। বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ করা সম্পূর্ণ অনৈতিক এবং বর্বর। এই অন্যায্য ও বেআইনি কাজগুলো মানবাধিকারের গুরুতর লঙ্ঘন...।

‎আফগানিস্তান সরে যাওয়ায় পর তাদের জায়গায় নাম লিখিয়েছে জিম্বাবুয়ে। পিসিবি জানিয়েছে, সিরিজের খেলা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ফাইনালের আগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। ক্রিকইনফোর খবরে এই কথা বলা হয়েছে। সিরিজের পরের ম্যাচগুলো হবে ১৯, ২২, ২৩, ২৫, ২৭ ও ২৯ নভেম্বর।

মন্তব্য (০)





  • company_logo