• সমগ্র বাংলা

নানা আয়োজনে দেশ সংগঠনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যদিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)’ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্টে দেশ সংগঠনের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজান।

এস.এম.দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিবচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. বেল্লাল হোসেন, সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন, ড.নূরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নু।

এছাড়া উপস্থিত ছিলেন— সংগঠনের জুবায়ের রহমান, সানাউল্লাহ, মো. শামীম, মো. শাহিন মিয়া, ইশরাকুর রহমান, ইমন, মেহেদী হাসান, ফারিয়া জাহান ঐশী, মৃদুলা আক্তারসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।

ইউএনও এইচ.এম. ইবনে মিজান বলেন, দেশ একটি মানবিক সংগঠন হিসেবে শিবচরে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজগুলো করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের কল্যাণে এমন উদ্যোগগুলো আমাদের অনুপ্রেরণা জোগায়। তরুণ প্রজন্ম যদি এভাবে দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে আসে, তাহলে একটি মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব। দেশ সংগঠন আগামী দিনগুলোতেও মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবে এই প্রত্যাশাই করি।

উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০০৯ সাল থেকে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম করে আসছে। জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম (SHEP), প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা কার্যক্রম, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ বিভিন্ন কর্মসূচি করে সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক...

image

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট সহ উত্...

লালমনিরহাট প্রতিনিধিঃ ‎তিস্তা মেগা প্রকল্পের ক...

image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল

গাইবান্ধা প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দা...

image

শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দ...

image

চাটমোহরে দুই ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের পৌর সদরের পুরাতন বাজার এলা...

  • company_logo