• সমগ্র বাংলা

চাটমোহরে দুই ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের পৌর সদরের পুরাতন বাজার এলাকায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ফার্মেসিকে ছয় টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পাবনা জেলার ড্রাগ ইন্সপেক্টর এবি এম মাহমুদুল ইসলাম সহ থানা পুলিশ ও সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পুরাতন বাজার এলাকার মতিন ফার্মেসী ও ইসলাম ফার্মেসিকে তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল রাখার দায়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

মন্তব্য (০)





  • company_logo