• সমগ্র বাংলা

পবিপ্রবিতে সিরাত সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রথমবারের মতো গ্রীন ফোরাম, পবিপ্রবির উদ্যোগে "সিরাত সেমিনার" অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও তাঁর নির্দেশিত জ্ঞান অর্জনের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা হয়।

গ্রীন ফোরাম, পবিপ্রবির সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. আব্দুল মাসুদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন  অধ্যাপক ড.  সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ, প্রধান বক্তা হিসেবে  বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ অলি উল্লাহ উপস্থিত ছিলেন।

তিনি তাঁর বক্তৃতায় “জ্ঞান অর্জনে রাসুল (সা.)-এর নির্দেশিত পদ্ধতি” বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,

“নবী করিম (সা.) মানবজাতির জন্য এমন এক জ্ঞানের দ্বার উন্মোচন করেছিলেন, যা শুধু ধর্মীয় নয়—নৈতিক, সামাজিক ও বৈজ্ঞানিক জ্ঞানেরও উৎস। তিনি প্রথম ‘ইকরা’ বা ‘পড়ো’ শব্দের মাধ্যমে মানব ইতিহাসে শিক্ষার এক নতুন দিগন্তের সূচনা করেন। রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন, জ্ঞান অর্জন কেবল মস্তিষ্কের অনুশীলন নয়, এটি আত্মার পরিশুদ্ধিরও মাধ্যম। সত্যিকার জ্ঞান সেই, যা মানুষকে বিনয়ী করে, সৃষ্টির প্রতি দায়বদ্ধতা শেখায় এবং সমাজে কল্যাণ ছড়িয়ে দেয়।”

তিনি আরও বলেন,“রাসুলুল্লাহ (সা.) নিজে ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি তাঁর সাহাবিদের শুধু ধর্মীয় জ্ঞান নয়, বিজ্ঞান, চিকিৎসা, কৃষি, প্রশাসন ও ন্যায়বিচারের দীক্ষাও দিয়েছেন। তাঁর জীবন থেকে আমরা শিখি—জ্ঞান অর্জনে ধৈর্য, পরিশ্রম, আন্তরিকতা ও কৃতজ্ঞতার প্রয়োজন। আজকের তরুণ প্রজন্ম যদি নবীজীর এ শিক্ষা অন্তরে ধারণ করে, তবে তারা নিজেদের আলোকিত করে তুলবে এবং সমাজকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে।”

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডীন অধ্যাপক মো. মহসিন হোসেন খান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজেদুল হক,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন, সেক্রেটারি সুলায়মান বান্নাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও গ্রীন ফোরাম, পবিপ্রবির অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা শেষে মহাগ্রন্থ আল কুরআন ও কায়দা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক...

image

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট সহ উত্...

লালমনিরহাট প্রতিনিধিঃ ‎তিস্তা মেগা প্রকল্পের ক...

image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল

গাইবান্ধা প্রতিনিধিঃ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দা...

image

শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দ...

image

চাটমোহরে দুই ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের পৌর সদরের পুরাতন বাজার এলা...

  • company_logo