
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান চুক্তির মধ্য দিয়ে গাজা উপত্যকায় শান্তির আলো দেখা দিতে শুরু করেছে। এই ঐতিহাসিক মুহূর্তে প্রেক্ষাপটে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার ইসরাইলে আটক থাকা সর্বশেষ জীবিত জিম্মিদের প্রথম দলটি মুক্তি দিয়েছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় আটক ওই জিম্মিদের মধ্যে সাতজনকে গাজা থেকে রেড ক্রসের তত্ত্বাবধানে ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
তেলআবিবের হোস্টেজেস স্কয়ারে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়েন। মুক্তিপ্রাপ্তদের একজন নিমরোদ কোহেনের মা ভিকি কোহেন বলেন, আমি এতটাই আনন্দিত, ভাষায় বোঝানো যাবে না। সারারাত ঘুমাতে পারিনি।
চুক্তির শর্ত অনুযায়ী বাকি ১৩ জীবিত জিম্মি, নিহত ২৬ জনের মরদেহ এবং আরও দুইজনের সন্ধান মিলতে পারে সোমবারের মধ্যেই। এর পাশাপাশি প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।
অন্যদিকে, গাজার নাসের হাসপাতালে ফেরত আসা ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতে মঞ্চ ও চেয়ার সাজানো হয়। হামাসের সামরিক শাখার সদস্যরা কালো পোশাক পরে সেখানে উপস্থিত ছিলেন।
গাজাবাসী ইমাদ আবু জৌদাত বলেন, আমি আশা করি, এই দৃশ্যই হবে যুদ্ধের শেষ অধ্যায়। আমরা আমাদের ঘরবাড়ি, বন্ধু, আত্মীয়—সব হারিয়েছি।
এই বন্দিবিনিময় চুক্তি শান্তিচুক্তির প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে মিশরের শারম আল শেখে এই চুক্তি সম্পন্ন হয়, যেখানে সোমবার ট্রাম্পসহ বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতারা বৈঠকে যোগ দেবেন।
দুই বছরের এই যুদ্ধ গাজাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে, লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান, হিজবুল্লাহ ও হুথিদের সঙ্গে ইসরাইলের সংঘাতেও বড় প্রভাব ফেলেছে এ যুদ্ধ।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আসন্ন নেসেট ভাষণ শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউজ ডেস্ক : চীনের ওপর...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর ফিলিস্তিনের গাজায় মার...
নিউজ ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জা...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা (ইন্ট...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাত...
মন্তব্য (০)