
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে এসব ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
রোববার (১২ অক্টোবর) সরকারি এক বিবৃতিতে জানানো হয়, টানা প্রবল বর্ষণ এবং দুটি ট্রপিক্যাল ঝড়ের কারণে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতোসি—এই পাঁচটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আল জাজিরার।
সরকারি হিসাব অনুযায়ী, ভেরাক্রুজে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলাতে ৯ জন এবং কুয়েরেতারো প্রদেশে ১ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম এল ইউনিভার্সাল জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বেশি—৪৮ জন পর্যন্ত হতে পারে, এবং বহু মানুষ এখনও নিখোঁজ।
প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন এবং অন্তত ১৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নদীর পানি উপচে পড়া ও নতুন ভূমিধস পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম জানিয়েছেন, সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমরা কাউকে সাহায্য ছাড়া রেখে যাব না।”
সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, সেনারা নৌকা দিয়ে বন্যাকবলিত মানুষদের সরিয়ে নিচ্ছে, ঘরবাড়ি কাদায় ডুবে গেছে, উদ্ধারকর্মীরা কোমরসমান পানিতে হেঁটে সাহায্য পৌঁছে দিচ্ছেন।
চলতি বছর মেক্সিকোতে বৃষ্টিপাত অস্বাভাবিকভাবে বেড়েছে। দেশটির রাজধানী মেক্সিকো সিটি গত জুনে দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে।
প্রশান্ত মহাসাগরীয় হারিকেন ‘প্রিসিলা’ ও ট্রপিক্যাল রেইনস্টর্ম ‘রেমন্ড’-এর প্রভাবে এই ভয়াবহ বর্ষণ শুরু হয়। রোববার পর্যন্ত ‘রেমন্ড’-এর অবশিষ্ট অংশে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং তা দক্ষিণ বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
নিউজ ডেস্ক : চীনের ওপর...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর ফিলিস্তিনের গাজায় মার...
নিউজ ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জা...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা (ইন্ট...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাত...
মন্তব্য (০)