ফাইল ছবি
নিউজ ডেস্কঃ যুদ্ধ বন্ধ হওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা উত্তর গাজায় ফিরে দেখছে, বোমা হামলায় তাদের সব বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। তাই ইসরায়েলকে এখনই গাজা উপত্যকায় তাঁবু ও ক্যারাভান (অস্থায়ী ঘর) পাঠানোর অনুমতি দেওয়া উচিত বলে মনে করেন জাতিসংঘের বিশেষ দূত বালকৃষ্ণান রাজাগোপাল।
পর্যাপ্ত আবাসনের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত বালকৃষ্ণান রাজাগোপাল বলেছেন, উত্তর গাজায় ইসরায়েলি বাহিনী যে এলাকাগুলো থেকে সরে এসেছে, মানুষ সেখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছে না।
জাতিসংঘের বিশেষ দূত আলজাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন, মানসিক প্রভাব ও ট্রমা বেশ গভীর, আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি। কারণ মানুষ উত্তর গাজায় ফিরে আসছে।
দুই বছরের সংঘাত থামাতে ইসরায়েলি বাহিনী শুক্রবার (১০ অক্টোবর) পিছু হটার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তরে ফিরে আসছে। উপকূলীয় ছিটমহল জুড়ে ফিলিস্তিনিরা ইসরায়েলের বোমা হামলা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবু ও অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হয়েছেন।
রাজাগোপাল উল্লেখ করেছেন, ইসরায়েলের কঠোর অবরোধের কারণে এই বছরের শুরুতে যুদ্ধবিরতির সময় গাজায় তাঁবু ও ক্যারাভান পৌঁছে দেওয়ার কথা থাকলেও ‘প্রায় কোনো’ তাঁবু এবং ক্যারাভান প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
জাতিসংঘের এই বিশেষজ্ঞ আলজাজিরাকে বলেন, এটাই আমার কাছে এখনই সমস্যার মূল বিষয়। এমনকি গাজার জনগণের জন্য তাৎক্ষণিক ত্রাণ ও সাহায্যও সম্ভব নয় যদি না ইসরায়েল সমস্ত প্রবেশপথ নিয়ন্ত্রণ বন্ধ করে।
রাজাগোপাল আরও বলেন, পুনর্গঠন প্রক্রিয়াটি শেষ পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে। তিনি ১৯৪৮ সালে ইসরায়েল তৈরির সময় ফিলিস্তিনের জাতিগত নির্মূলের ঘটনাকে উল্লেখ করে বলেন, এটি আরেকটি নাকবার মতো... গত দুই বছরে যা ঘটেছে তাও একই রকম হতে চলেছে।
নিউজ ডেস্ক : গাজায় দুই বছরের গণহত্যায় ইসরাইলকে জ্বালানি সরবরাহ করেছে ২৫ ...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্...
নিউজ ডেস্ক : আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অ...
নিউজ ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) আগামী সপ্ত...
নিউজ ডেস্ক : যুক্তরাজ্য সরকার শরণার্থী নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছ...

মন্তব্য (০)