• সমগ্র বাংলা

কর্ণফুলী শাহ আমানত (র:) সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি :কর্ণফুলী শাহ আমানত (রাঃ) সেতুর অন্যায় ও অযৌক্তিক টোল আদায়ের প্রতিবাদে আজ শনিবার ১১ অক্টোবর ২০২৫- এ কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা শাখার যৌথভাবে এক সংবাদ সম্মেলন করেছে ।

সকালে চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ''কর্ণফুলী সেতুর টোলের কারণে নদীর উভয় তীরের বাসিন্দারা বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।

প্রতিদিন একাধিকবার একই সেতুতে টোল দিতে বাধ্য হওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যানজট ও ভোগান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফলে কর্ণফুলী সেতুর টোল দক্ষিণ পাড়ের নগরায়নের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ।

এতে মহানগরী চট্টগ্রামে তীব্র আবাসান সংকট সৃষ্টি হয়ে তা বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে । নগর সম্প্রসারণের স্বার্থে কর্ণফুলী নতুন ব্রীজের তোল তুলে দিতে হবে । দু-পাড়ের বাসিন্দাদের বিরুদ্ধে এর চেয়ে বড় কোন রাষ্ট্রীয় সন্ত্রাস ও জুলুম হতে পারে না ।

বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম অনুযায়ী নদীর দুই তীরে শহর থাকলে সেতু থেকে টোল আদায় করা হয় না। অথচ কর্ণফুলী সেতুর ক্ষেত্রে সেই নীতি উপেক্ষা করা হচ্ছে, যা দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রতি বৈষম্যের শামিল। টোলের কারণে এলাকার উন্নয়ন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।বক্তারা অবিলম্বে টোল আদায় বন্ধ ও এর স্থায়ী সমাধানের দাবি জানান।

একই সঙ্গে তারা ঘোষণা দেন, আগামী ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় মইজ্জ্যারটেক টোলপ্লাজার পশ্চিম পার্শ্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব প্রদান করেন মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবীব আহসান, লিখিত বক্তব্য পেশ করেন নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট এস এম ফোরকান ।উপস্থিত ছিলেন সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির সহ সভাপতি গোলাম ওয়ারেছ, সহ সম্পাদক সাইফুল হুদা, প্রচার সম্পাদক সাইফুজ্জামান রাফি, বিএইচআরএফ চট্টগ্রাম জেলা সেক্রেটারি, এএইচএম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহ্সান হাবীব বাবু, কালচারাল ফোর্সের সেক্রেটারি নজরুল হোসেন, নাগরিক কমিটির উপদেষ্টা প্রকৌশলী মোঃ রফিক শিকদার প্রমুখ ।

অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক শফিক আহমদ সজীব ।

মন্তব্য (০)





image

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল দিনাজপুরের পাব...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পাবর্তীপুর - ফুলবাড়ী ( ৫ আসনে) ঘোষিত প্রার্থী প...

image

দিনাজপুরে ট্রাক চাপায় ২ নারী মৃত্যু, আহত আরো ৭

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের চুনিযাপাড়া এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায়...

image

জামায়াত কর্মী পরিচয়ে ভাতার কার্ড দেয়ার নামে প্রতারণা, হাত...

বগুড়া প্রতিনিধি : জামায়াত কর্মী পরিচয়ে বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ...

image

শ্রীপুরে বিএনপির নেতার নেতৃত্বে বিধবা নারীর জমি জবরদখল

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপ...

image

নড়াইলে চিত্রা নদী বাচানোর অঙ্গীকার সহ পরিবেশ সুরক্ষায় বাপ...

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নড়াইল জেলা...

  • company_logo