
ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ির ২১টি ঘর এবং গার্মেন্টস কর্মীদের তিলেতিলে গড়া স্বপ্ন। পুড়ে গেছে ঘরে থাকা সমস্ত আসবাবপত্রসহ নগদ টাকা মূল্যবান কাগজপত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরুল ইসলাম ও ফজলুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী গার্মেন্টসকর্মী শাহানাজ বলেন, শরীরের রক্ত পানি করে রাতদিন পরিশ্রম করে উপার্জিত টাকা দিয়ে ঘরের আসবাবপত্র ক্রয় করে ঘর সাজিয়েছিলাম। আজ নিমিষেই সমস্ত স্বপ্ন পুড়ে শেষ। কারখানায় ছিলাম খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে আমার স্বপ্নগুলো নিমিষেই পুড়ে কয়লা হয়ে গেছে।
ভুক্তভোগী শ্রমিক জুবায়ের হোসেন বলেন, ঘর তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে কর্মস্থলে চলে যায়। হঠাৎ করে খবর পায় বাড়িতে আগুন লাগছে। তাৎক্ষণিকভাবে দৌড়ে এসে দেখি সব শেষ। ঘরে অবশিষ্ট কিছুই নেই। ফ্রিজ, টেলিভিশন, খাটসহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃশ্ব হয়ে গেছি।
বাড়ির মালিক নূরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম বলেন, আমাদের ১১টি রুম আর আমার কাকা ফজলুল ইসলামের ১০টি রুমসহ মোট ২১টি রুমে গার্মেন্টস কর্মীরা থাকে। আজ দুপুরের দিকে হঠাৎ করে দক্ষিণ পাশের একটি রুমে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু আগুন নিমেষেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে সমস্ত বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, ২১ ঘরে থাকা গার্মেন্টস কর্মীদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, আমি ছুটিতে আছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায়নি।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও সহয...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গভীর গজারী বন থেকে নিখোঁজের ...
ফরিদপুর প্রতিনিধি : "বিপর্যয় কিংবা জরুরী অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা...
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় জাকের পার্টির সাংগঠনি...
জামালপুর প্রতিনিধি : বিশ্বব্যাপী শিশু অধিকার,...
মন্তব্য (০)