• বিনোদন

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী আজ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আজ ৮ অক্টোবর, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি সাধক ও ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র ১৬৩তম জন্মবার্ষিকী। ১৮৬২ সালের এই দিনে তৎকালীন ত্রিপুরা প্রদেশের (বর্তমান বাংলাদেশের) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সংগীতপ্রেমী পরিবারে তার জন্ম হয়।

‎সংগীত শিক্ষায় বৈচিত্র্যময় পথ

‎শৈশবে ‘আলম’ নামে পরিচিত আলাউদ্দিন খাঁ সুরের প্রতি ছিলেন গভীরভাবে অনুরাগী। বাবা সদর হোসেন খাঁ, যিনি নিজেও ছিলেন বিখ্যাত সংগীতজ্ঞ, তার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সংগীতে অনুপ্রাণিত হন। বাল্যকালে অগ্রজ ফকির আফতাবউদ্দিন খাঁ-র কাছে তার সংগীতে হাতেখড়ি হয়। তবে তার প্রধান সংগীতগুরু ছিলেন আগরতলার রাজদরবারের সভা সংগীতজ্ঞ ও তানসেন বংশীয় রবাবী ওস্তাদ কাশিম আলী খাঁ।

‎মাত্র দশ বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে যাত্রাদলে যোগ দেওয়ার সময় তিনি গ্রাম-বাংলার জারি, সারি, বাউল, ভাটিয়ালি, কীর্তনসহ বিভিন্ন লোকগানের সঙ্গে পরিচিত হন। পরে কলকাতায় গিয়ে প্রখ্যাত সঙ্গীতসাধক গোপালকৃষ্ণ ভট্টাচার্য (নুলো গোপাল)-এর শিষ্যত্ব গ্রহণ করেন। গুরু গোপালকৃষ্ণের মৃত্যুর পর আলাউদ্দিন খাঁ যন্ত্রসংগীতে মনোনিবেশ করেন এবং বাঁশি, সেতার, বেহালা, তবলা, মৃদঙ্গসহ বহু বাদ্যযন্ত্রে পারদর্শিতা অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

‎বিশ্বজোড়া খ্যাতি ও সম্মাননা

‎ওস্তাদ আলাউদ্দিন খাঁ-কে বিশ্ব দরবারে ‘সুরসম্রাট’ উপাধি এনে দেয় তার সুরের ঐতিহ্য। ১৯৩৫ সালে বিশ্ব ভ্রমণের সময় তিনি ইংল্যান্ডের রানী কর্তৃক এই 'সুর সম্রাট' খেতাবপ্রাপ্ত হন। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ ছাড়াও তিনি পদ্মবিভূষণ লাভ করেন। এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশীকোত্তম এবং দিল্লি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

‎শিষ্য পরম্পরায় সুরের ধারা

‎ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র শ্রেষ্ঠ কীর্তিগুলোর মধ্যে অন্যতম তার সুযোগ্য শিষ্যরা, যারা বিশ্ব দরবারে ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তার পুত্র ওস্তাদ আলী আকবর খান এবং জামাতা পণ্ডিত রবিশঙ্কর দুজনই বিশ্বখ্যাত সংগীতশিল্পী।

‎জন্মদিনে বিশেষ আয়োজন

‎কিংবদন্তি এই সাধকের জন্মদিনে আজ বাংলাদেশে তাকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে এক বিশেষ ধ্রুপদী সংগীত সন্ধ্যা। এই অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র প্রপৌত্র ওস্তাদ সিরাজ আলী খানসহ দেশের তরুণ ও প্রতিভাবান শাস্ত্রীয় সংগীতশিল্পীরা অংশ নেবেন।

মন্তব্য (০)





image

ছোট প্যান্ট পরে ছবি শেয়ার, ট্রলের শিকার শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বি...

image

বানভাসিদের পাশে দেব-প্রসেনজিৎ, ত্রাণ তুলে দেবেন মুখ্যমন্ত...

বিনোদন ডেস্ক : দুর্গাপূজার কার্নিভ্যালে উপস্থিত থেকে কটাক্ষের শিকার হয়েছ...

image

‎ফাহাদের ‘প্রেম আমার’

বিনোদন প্রতিবেদকঃ প্রেম কখনো হাসায়, কখনো কাঁদায়। জীবনকে...

image

মিথিলার পাসপোর্টে স্বামী কে?

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নতুন করে প্র...

image

আলোচিত গায়ক পবনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভোজপুরী ইন্ডাস্ট্রির...

  • company_logo