
ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুবাইল গ্রামের দুই ভাই মোস্তাদুল হক ও মোজাম্মেল হক দীর্ঘ ৯ বছর ধরে নিজেদের বৈধভাবে ক্রয়কৃত জমির মালিকানা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
জানা যায়, ২০১৫ সালের নভেম্বর মাসে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে তারা ৩ লাখ ৬৭ হাজার টাকা মূল্যে চর পুবাইল মৌজায় অবস্থিত ১৫ (পনের) শতক জমি মস্তোফা কামাল (পিতা: মৃত নুর হোসেন, গ্রাম: চর পুবাইল) এর কাছ থেকে ক্রয় করেন। কিন্তু ক্রয়ের দীর্ঘ সময় পার হলেও আজও তাদের নামে উক্ত জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি।
ভুক্তভোগী দুই ভাই বলেন,“আমরা আমাদের পূর্বের বাড়িটি বিক্রি করে এবং সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে এই জমি কিনেছি। সামান্য কাঁচামালের ব্যবসা করে কোনোমতে সংসার চলে। অথচ ক্রেতা হয়েও আজও আমরা জমির মালিকানা পাইনি। বিক্রেতা নানা অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করছেন।”
তারা আরও জানান, জমিটি রেজিস্ট্রি না হওয়ায় আমাদের পরিবার চরম অসহায় হয়ে পড়েছে। একপর্যায়ে হতাশ হয়ে আমরা বলেছি, জমি না পেলে স্বপরিবারে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না।
অভিযুক্ত মস্তোফা কামাল বলেন,জমি বিক্রির পর দাগ নাম্বারে ত্রুটি ধরা পড়ে। এটি সংশোধন না হওয়ায় জমিটি রেজিস্ট্রি করে দিতে পারিনি।
এলাকাবাসী জানান,দীর্ঘদিন ধরে এ পরিবারটি ভোগান্তির শিকার। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে সমাধান না করলে তারা আরও ক্ষতিগ্রস্ত হবেন।
ভুক্তভোগী পরিবার সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর শারদীয় দুর্গাপূজার শেষ দিনে আজ বৃহস্পতিব...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিং-এ ট্রেনের...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন মহা ধূমধামে অঞ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব স...
মন্তব্য (০)