
ছবিঃ সংগৃহীত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে স্ত্রীর উপর চালানো হয় শারীরিক নির্যাতন। শরীরে সিগারেটের আগুনের ছেঁকা দিয়ে চালানো হয় নির্যাতন। নির্যাতন করে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করে মাদকাসক্ত স্বামী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের।
ভুক্তভোগী রিয়া মনি (১৮) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের মো. জামাল উদ্দিন ফকিরের মেয়ে।
অভিযুক্তরা হলেন, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে কামাল হোসেন (৪০) ও কায়েসের ছেলে মোজাম্মেল (৩০)
রিয়া মনি জানান, মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) রাতে আমি শুয়ে ছিলাম। হঠাৎ দেখি আমার সামনে চারজন লোক দাঁড়িয়ে আছে। আমি তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, তোমার স্বামী তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। এখন তুমি আমাদের সঙ্গে শারীরিক সম্পর্ক কর ।এ কথা শুনে আমি কান্নাকাটি শুরু করি। পরে স্বামীকে প্রশ্ন করলে সে স্বীকার করে যে, ইয়াবা কেনার টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছে। আমি রাজি না হওয়ায় স্বামী আমার গায়ে সিগারেটের আগুন দিয়ে শরীর ঝলসে দেয়। এরপর আমার স্বামী সাফ জানিয়ে দেয় তাদের কাছ থেকে টাকা নিয়েছে মাদক সেবন করতে। এজন্য শারীরিক সম্পর্ক করতে হবে। এই বলে আমাকে নির্যাতন শুরু করে। রাজী না হওয়ার কারণে সিগারেটের আগুন দিয়ে ছেঁকা দেওয়া হয় শরীরের বিভিন্ন জায়গায়।
তিনি আরও জানান, গত একবছর পূর্বে আমার স্বজনরা মাদকাসক্ত স্বামীর সঙ্গে বিয়ে দেয়। বিয়ের পর থেকে আমার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। শরীরের এমন কোন জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। যেকোনো সময় আত্নহত্যা করে মুক্তির পথ বেঁচে নিতে হবে।
এবিষয়ে অভিযুক্ত স্বামী কামাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পরপরই সে পলাতক রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, আজ সোমবার রাতে এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এর পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর শারদীয় দুর্গাপূজার শেষ দিনে আজ বৃহস্পতিব...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলক্রসিং-এ ট্রেনের...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন মহা ধূমধামে অঞ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব স...
মন্তব্য (০)