• গণমাধ্যম

পটুয়াখালীর জেলা প্রেসক্লাব নবনির্বাচিত সভাপতি মশিউর রহমানকে আমতলী, বরগুনা ও কলাপাড়া বিএনপির অভিনন্দন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালী জেলার সাংবাদিকদের মাঝে পারস্পরিক যোগাযোগ, আন্তরিকতা, সৌহার্দ্য, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে  নির্বাচকমন্ডলীর সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশিউর রহমান এবং দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. রিয়াজুর রহমান সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো চিপ ও সিনিয়র সাংবাদিক এ.জেড.এম উজ্জল উপদেষ্টামন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।

সাংবাদিক মো. মশিউর রহমান সভাপতি নির্বাচিত হওয়ায় তার পিতৃভূমি আমতলী, বরগুনা ও কলাপাড়া বিএনপির অভিনন্দন পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে এক বার্তায় অভিনন্দন জানিয়ে বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মূলত তার গণতান্ত্রিক দায়িত্বের কারণে। আমাদের বরগুনা জেলার আমতলী উপজেলার সন্তান হিসেবে জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত এবং গর্বিত। আমরা সাংবাদিক মো. মশিউর রহমান সহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি।

আমরা আশাকরি নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের মাধ্যমে সাধারণ মানুষ রাষ্ট্রের কার্যক্রম এবং নীতিনির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে সহজে জানতে পারবে। একটি স্বাধীন গণমাধ্যম জনগণের চোখ ও কান হিসেবে কাজ করতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ সমাজে অপসংস্কৃতির পরিবর্তনে ভূমিকা ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হবেন।

আমতলী উপজেলার গুলিসাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জেল হাওলাদার বলেন, আমাদের উপজেলার গুলিসাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের ছেলে সাংবাদিক মো. মশিউর রহমানকে নিয়ে আমরা গর্বিত। সে আমাদের অহংকার। তার পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। মশিউর রহমান ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন এবং ১৯৮৮ সালে এইচএসসি পাশ করেন। মশিউর রহমান ছাত্র জীবন থেকেই বিএনপি করে আসছেন। ১৯৯১ সালে বিএনপি’র ত্যাগী নেতা আনোয়ার গাজীর হাত ধরে সাংবাদিক মো. মশিউর রহমান বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে মতি তালুকদারের সাথে সক্রিয়াভাবে উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কাজে জড়িত ছিলেন। ২০১৩ সালে ১নং গুলিসাখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে গোছখালী ৭নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের একাধিক মিথ্যা মামলায় গ্রামের বাড়ি থেকে পটুয়াখালীতে বসবাস শুরু করেন। তার পরিবার বিগত সরকারের নির্যাতন সহ্য করে আসছেন। মশিউর রহমান বিএনপির একজন ত্যাগী নেতা। তিনি অত্যাচার নির্যাতন সহ্য করেও দমে যান নি, তার কলম থামে নাই। তিনি পটুয়াখালী বসে সাংবাদিকতা করে নিপিড়ীত বিএনপি নেতাদের পক্ষে কলম ধরেছেন। আর তাই মশিউর রহমান জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সভাপতি নির্বচিত হওয়ায় আমরা উপজেলাবাসী খুশি।

আমতলী উপজেলা বিএনপি’র  ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম মামুন (ভিপি) ও যুগ্ম সচিব তুহিন মৃধা জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। কলাপাড়া উপজেলা বিএনপি নেতা এবিএম মোশারেফ মিয়া ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, জনগণের পক্ষে কথা বলতে সাংবাদিকদের যে অফুরন্ত সক্ষমতা রয়েছে, সেটি কাজে লাগিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের পটুয়াখালী জেলা গণমাধ্যমের আরো প্রভাবশালী অবস্থান তৈরি করবেন বলে আমরা আশা রাখি। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যা ক্ষতিকর, তা তাদের কাছে বিবর্জিত হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে সহায়ক হবেন। জেলা প্রেসক্লাব পটুয়াখালীর ঐতিহ্য ধারণ করে তারা সঠিকভাবে পরিচালনা করবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন। বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক মো. নজরুল মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হাসান সাহিন এর পক্ষ থেকেও জেলা প্রেসক্লাব পটুয়াখালীর নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানান।

তারা বলেন, সাংবাদিক মো. মশিউর রহমান আমাদের জেলার সন্তান। তিনি ও তার পরিবার বিএনপির সাথে কাজ করেছেন। বিগত সরকারের আমলে মিথ্যা মামলায় এলাকা ছাড়া হয়ে পটুয়াখালীতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং তার উজ্জল ভবিষ্যত কামনা করি যাতে তিনি যেখানেই থাকেন বিএনপি’র পক্ষে কাজ করে যেতে পারেন। তবে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, বিগত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা বসে নাই। তারা আমাদের দেশকে অন্ধকারে নিমজ্জিত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে চক্রান্ত করে আসছে। মশিউর রহমানকে এলাকায় বসে যেভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তারা এখনো তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। পটুয়াখালীতে অবস্থান করাকালীন সময়ে তিনি আলতাফ হোসেন চৌধুরী, শুধাংসু সরকার (কুট্টি), মাকসুদুর রহমান পান্না ও সিনিয়র এ্যাডভোকেট টোটন মিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন।

নতুন কমিটি পাওয়ায় সাংবাদিক মশিউর সহ জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সকল সদস্যদেরকে অভিনন্দন জানান পটুয়াখালী জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। জেলা প্রেসক্লাব পটুয়াখালীর নবনির্বাচিত কমিটিকে জেলা প্রশাসক (পটুয়াখালী), পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার (পটুয়াখালী সদর), অফিসার ইনচার্জ (পটুয়াখালী সদর থানা), র‌্যাব-৮ সহ সকল দপ্তরের প্রধানগণ অভিনন্দন জানান।
 

মন্তব্য (০)





image

ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক : ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে ...

image

জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জে...

image

রংপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি : রংপুরে কর্মরত সাংবাদিক লিয়াকত আলী বাদলে...

image

ঝিনাইদহ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা...

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ প্রেস...

image

ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন

কুটনৈতিক প্রতিবেদকঃ ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাং...

  • company_logo