
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আরব-মুসলিম নেতাদের বৈঠক ছিল “ফলপ্রসূ” এবং তিনি এর ফলাফলে “সন্তুষ্ট”।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে ট্রাম্পের পাশাপাশি মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অংশ নেন। ইসরায়েল এতে অংশ নেয়নি।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস-এর তথ্য অনুযায়ী, ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পথ তৈরি করতে আরব ও মুসলিম দেশগুলোর সেনা পাঠানো এবং পুনর্গঠন ও তহবিল নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন। তবে এ পরিকল্পনায় হামাসের কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুপক্ষই দাবি করেছে, হামাসকে নিরস্ত্র ও নির্মূল করতে হবে।
ইসরায়েল সরাসরি বৈঠকে না থাকলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিকল্পনার খুঁটিনাটি জানানো হয়েছে বলে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, বৈঠকে গাজায় যুদ্ধের অবসান, স্থায়ী যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি ও মানবিক সংকট মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া হয়।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বৈঠকের শুরুতে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “এই যুদ্ধ শেষ করতে এবং গাজার মানুষকে সাহায্য করতে...আমরা আপনার নেতৃত্বের ওপর আস্থা রাখি।” তিনি পরিস্থিতিকে “খুবই ভয়াবহ” বলে আখ্যায়িত করেন।
বৈঠকটি অনুষ্ঠিত হয় এমন সময়ে, যখন ইসরায়েলের গাজা অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা বাড়ছে এবং একের পর এক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্র প্রায় এককভাবে ইসরায়েলকে রক্ষা করছে বলে কূটনীতিকরা মনে করছেন। আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস বলেন, “ইসরায়েলের একজন সমর্থক আছে—অর্থ দেয়, অস্ত্র দেয়, নিরাপত্তা পরিষদে পাশে থাকে। আর সেই সমর্থক হলো যুক্তরাষ্ট্র। তাই পরিবর্তন আনার একমাত্র মানুষ ডোনাল্ড ট্রাম্প।”
বৈঠকের আগে ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত দুই-রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো ঘোষণা দেন, তার দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত।
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পা...
নিউজ ডেস্ক : বিহার নির্বাচন ঘিরে ভারতের অভ্যন...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল পশ্চিম তীর দখল (অ্যানেক্স) কর...
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল...
নিউজ ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের যুদ্ধবিরতির আহ...
মন্তব্য (০)