• সমগ্র বাংলা

জামালপুরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে একের পর এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসক্লাব জামালপুরের সাংবাদিকরা। 

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব জামালপুর কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় এ ক্ষোভ প্রকাশ করেন। 

গত কিছুদিন আগে প্রেসক্লাব জামালপুরের  যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেডেন্ট টিভি, ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি, জামালপুর নিউজ ২৪ ডটকমের সম্পাদক  সাইমুম সাব্বির শোভনের সর্দারপাড়াস্থ  বাসা গেইট ভেঙ্গে মোটরসাইকেল চুরি হয়। 

গত পাঁচ মাস আগে প্রেসক্লাব জামালপুরের তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ঢাকা টাইমস ও ডেইলি সানের জেলা প্রতিনিধি মোঃ ইমরান মাহমুদের নয়াপাড়া পাঁচ রাস্তা এলাকার বাসার সামনে থেকে ১২৫সিসি ডিসকভার  মোটরসাইকেলটি চুরি হয়। 

প্রেসক্লাব জামালপুরের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং জামালপুর অনলাইন জার্নালিষ্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের পত্রিকার রিপোর্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মানবজমিনের জেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম মিলন, কোষাদক্ষ যমুনা টেলিভিশনের সাগর ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি ময়না আকন্দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডেইলী সানের প্রতিনিধি ইমরান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য বণিক বার্তার প্রতিনিধি আরিফুজ্জামান আকন্দ, কালেরকন্ঠের প্রতিনিধি রকিব হাসান নয়ন, এনটিভি ডিজিটালের জামালপুর প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, ডেইলী ফ্রন্ট নিউজের সম্পাদক মোঃ মেহেরউল্লাহ্, অনলাইন জার্নালিষ্ট নেটওয়ার্কের সদস্য মোহাম্মদ শাহীন, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন সভায় বলেন, গত ২ সেপ্টেম্বর গভীর রাতে যে কোন সময় আমার ভাড়াটিয়া সর্দারপাড়ার বাসার গেইটের তালা ভেঙ্গে আমার মোটর সাইকেলটি চুরি করা হয়। ঘটনার দিন এ ব্যাপারে জামালপুর সদর থানায় আমি বাদি হয়ে মামলা দায়ের করি।এরপর প্রেসক্লাবের কর্মকর্তারা জামালপুরের পুলিশ সুপারকে মোটরসাইকেল চুরির বিষয়টি অবহতি করেন। তিনি মোটর সাইকেল উদ্ধারে গোয়েন্দা পুলিশ এবং সদর থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু এ ব্যাপারে থানা পুলিশ নিরব ভূমিকায় রয়েছে।

ক্লাবের বক্তারা বলেন, মোটর সাইকেল চুরির প্রায় ২০ দিন অতিবাহিত  হলেও পুলিশের কোন কার্যকরি কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। বিশেষ করে জামালপুর সদর থানার ওসির বিন্দুমাত্র সহযোগীতা পায়নি। বিষয়টি দুঃখজনক বলে মনে করছে প্রেসক্লাব নেতৃবৃন্দ। 

সভার সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, বিষয়টি নিয়ে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তার সাথে কথা বলে পরর্বতী সিদ্ধান্ত নেয়া হবে।

 

মন্তব্য (০)





image

বেনাপোল ইমিগ্রেশনে সন্ত্রাস বিরোধী আইনের এক যুবলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি : ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জ...

image

বগুড়ায় টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু ক...

image

উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় চাটমোহরে শুভ বড়দিন উদযাপন

পাবনা প্রতিনিধি : খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয়...

image

বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত...

image

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

নিউজ ডেস্কঃ নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়...

  • company_logo