
ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ।
এ সময় কারখানার মালিককে ১৫ দিনের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মোনায়েম আহমেদ (৩২) বানিয়াজুরি গ্রামের মোন্নাফ আহমেদের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন বানিয়াজুরি ইউনিয়নের রাথুরা সাকিনস্থ অভিযুক্ত মুনায়েম আহমেদ কর্তৃক গোপনে পরিচালিত নকল সাবান তৈরির কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান কর্তৃক ও র্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত নকল সাবান তৈরির কারখানা হইতে নকল সাবান প্রস্তুত করার স্টেইনলেস স্টিলের ইংরেজি ডেটল, মারগো, ন্যাচারাল সোপ, ডাভ কোম্পানি লোগো অংকিত ডাইসসহ কিটোনিমসহ নামীদামি অন্যান্য ব্রান্ডের নকল ৪৬২০ পিস সাবান ও সাবান তৈরির বিপুল কাচামাল জব্দ ও ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারার অপরাধ করায় উক্ত কারখানা মালিক মোঃ আবু হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উক্ত কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়েছে।
র্যাব ৪, সিপিসি ৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার জানান, ভবিষ্যতে জনগণের সেবায় এ ধরনের অভিযান পরিচালনায় র্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জ তৎপর রয়েছে। আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম...
মাগুরা প্রতিনিধিঃ “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; ব...
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৩ কেজ...
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর কো...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...
মন্তব্য (০)