• সমগ্র বাংলা

রাণীনগরে গবাদিপশুর বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “পিপিআর রোগনির্মূল  ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প” এর আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগনির্মূল করনে ২য় ডোজ টিকা প্রয়োগের সময় বাদ যাওয়া ছাগল ও ভেড়ায় (৩ মাস বয়সের কম বয়সের ছাগল ও ভেড়ায় অথবা গর্ভবতী  ছাগল ও ভেড়ায়) বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। এছাড়াও ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ চন্দনা সারমিন রুমকী, ভেটেরিনারি সার্জন ডাঃ মিশকাতুল জাবির প্রমুখ। পিপিআর রোগনির্মূলে বিনামূল্যে পিপিআর টিকা প্রদানের এই কার্যক্রম উপজেলার সকল ইউনিয়নে চলমান থাকবে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার।

তিনি আরো জানান, পিপিআর রোগ ছাগল ও ভেড়ার একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। দেশের প্রান্তিক পর্যায়ে বসবাস করা দরিদ্র জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে কারণে এই রোগে আক্রান্ত হলে আর্থিক ভাবে তারা চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এই রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। সেই আলোকে দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগনির্মূলের লক্ষ্যে বিনামূল্যে এই টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।
 

মন্তব্য (০)





image

সীমান্তে নিহত ফেলানীর ভাই পেলো চাকরি, আজো বিচারের দাবি প...

লালমনিরহাট প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা...

image

চুকনগর বাজারে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে দুই দোকানকে জ...

খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভ্রা...

image

ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, তদন্তে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদের বুকে স্পিড...

image

কালীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৭৭ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা...

image

সাতকানিয়ায় সন্ত্রাসী তাণ্ডব: রক্তাক্ত যুবক ওয়ান শুটার গান...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...

  • company_logo