
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদেও জনআকাঙ্খা বাস্তবায়ন হয় নাই। এটির আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার করতে হবে এবং গণভোটের মাধ্যমে আইনি ও সাংবাধানিক ভিত্তি দিতে হবে। যা নির্বাচনের আগেই করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আগে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। না হলে দেশে আরেকটি ফ্যাসিবাদ ও শেখ হাসিনার জন্ম হবে। যা জনগণ মেনে নেবে না। নির্বাচনের আগেই গণহত্যাকারদের বিচার করতে হবে বলেও জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তিন দিনের কর্মসূচির প্রথমদিন আজ যেখানে মানুষের ঢল নেমেছে। আজকে বিক্ষোভ মিছিল হবে। স্বচ্ছ নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্খা ছিল তা বাস্তবতায়নের চতুর্মুখী চেষ্টা করা হচ্ছে। তবে একটি দল প্রভাব খাটানোর চেষ্টা করছে, তাতে সরকার বাধাগ্রস্ত হচ্ছে। পিআর পদ্ধতিতে হতে হবে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের ভিত্তিতে। তা না হলে সেটি হবে জনআকাঙ্খার বিরোধিতা।
জুলাই সনদেও জনআকাঙ্খা বাস্তবায়ন হয় নাই এটির আইনি ভিত্তি দিতে হবে। সংস্কার করতে হবে। গণভোটের মাধ্যমে আইনি ও সাংবাধানিক ভিত্তি দিতে হবে। যা নির্বাচনের আগেই করতে হবে। না হলে দেশে আরেকটি ফ্যাসিবাদ ও হাসিনার জন্ম হবে যা জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।
কোন চাপের মধ্যে পড়েছে সরকার। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই আন্দোলনে নেমেছি। এটি রাজনীতির অংশ। আবারও আলোচনার টেবিলে যেতে রাজি। তবে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। জনগণ মানলে আপনাদের মানতে হবে। আপনারা ভয় পাচ্ছেন। কারণ এটি হলে ফ্যাসিবাদি হয়ে ওঠা সম্ভব হবে না বলেও জানান তিনি।
মূলত- জুলাই সদন ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ করছে দলটি।
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার যদি কারও ইঙ্গিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে গড়িমসি কর...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...
নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ...
নিজস্ব প্রতিবেদকঃ নেদারল্যান্ডে জাতীয়তাবাদী চেতনার আলো...
নিউজ ডেস্ক : বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা বলে মন্ত...
মন্তব্য (০)