• রাজনীতি

শ্রীপুরে সদ্য ঘোষিত বিএনপির আট ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির অধীনস্থ ৮টি ইউনিয়ন আহবায়ক কমিটিতে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। 

আজ বৃহস্পতিবার (১৮) সেপ্টেম্বর দুপুরে শ্রীপুর পৌর শহরের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক। 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন,  শ্রীপুর উপজেলা বিএনপিতে বর্তমানে পরিবারতন্ত্র প্রথা প্রচলিত শুরু হয়েছে । দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীরা ইউনিয়ন কমিটিতে স্থান পায়নি। কাওরাইদ ইউনিয়ন বিএনপির পাঁচ বারের সভাপতিকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান সুলতান, শেখ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম যিনি জেলা বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন তাকেও ইউনিয়ন কমিটিতে রাখা হয়নি। উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্নাকে ইউনিয়ন কমিটির সদস্য করা হয়নি। অথচ দীর্ঘ ১৫ বছর দলের দুঃসময়ে যাঁরা আওয়ামিলীগের সঙ্গে মিলেমিশে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে,  আওয়ামিলীগের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে তাদেরকে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না বলেন, আওয়ামিলীগের নেতাকর্মী দিয়ে সদ্য ঘোষিত আটটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত চায়। তা নাহলে ডাকসু জাকসুর ফলাফলের মতো হবে শ্রীপুরের অবস্থা। কাদেরকে দিয়ে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে তাদের অনেকের আমলনামা আমাদের হাতে আছে। সেগুলো দলের নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। ইতিমধ্যে দুটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুইজন যুগ্ম আহবায়ক পদত্যাগ করেছে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার , গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী জিন্নাহ, গোসিঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (০)





image

‎জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপ...

image

কারও ইঙ্গিতে পিআর নির্বাচনে গড়িমসি করলে আন্দোলন: শায়েখে চ...

নিউজ ডেস্কঃ ‎অন্তর্বর্তী সরকার যদি কারও ইঙ্গিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে গড়িমসি কর...

image

প্রথাগত রাজনীতি করলে ৫ আগস্টের মত পরিণতি ঘটতে পারে: মঈন খান

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ...

image

‎নেদারল্যান্ডে জাতীয়তাবাদী চেতনার আলোয় বিএনপির প্রতিষ্ঠ...

নিজস্ব প্রতিবেদকঃ নেদারল্যান্ডে জাতীয়তাবাদী চেতনার আলো...

image

তরুণরা ফাঁকা বুলি চায় না: তারেক রহমান

নিউজ ডেস্ক : বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা বলে মন্ত...

  • company_logo