• লিড নিউজ
  • অর্থনীতি

বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫’।

‎এদিন বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

‎মেলায় টেক্সটাইল ও ফ্যাশন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষিপণ্য, হস্তশিল্প, জেমস ও জুয়েলারি পণ্য, ভোগ্যপণ্য, ইলেকট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার থাকবে। যা শুধু বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নয়, অর্থনৈতিক সম্ভাবনাকেও বিশ্বের সামনে তুলে ধরবে।

‎সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) আয়োজিত এ মেলার সহযোগিতায় রয়েছে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

‎আজ মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) বিকেলে এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মহাসচিব জুলফিকার আলী ভাট।

‎তিনি বলেন, মেলায়  বিটুবি ম্যাচ-মেকিং সেশন, বিজনেস নেটওয়ার্কিং সেশন প্রভৃতি কর্মসূচি সার্কভুক্ত দেশসমূহের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত জ্ঞান আদান প্রদানের সুযোগও তৈরি করবে। যা আঞ্চলিক বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎তিনি আরও বলেন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ থাকলেও দক্ষিণ এশিয়ার দেশসমূহ এক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই মেলার মাধ্যমে দেশসমূহের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে, যেটা খুবই জরুরি। এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলেও জানান তিনি।

‎অনুষ্ঠানে সার্ক চেম্বার গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর। তিনি বলেন, এই মেলার মাধ্যমে বস্ত্র, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য ও কৃষি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে দক্ষিণ এশিয়ার দেশসমূহের সক্ষমতা এবং বাণিজ্য সম্ভাবনার প্রতিফলন ঘটবে। পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ফুটে উঠবে।

‎আগামী বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর)  শুরু হয়ে মেলা চলবে রোববার (২১ সেপ্টেম্বর ) পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশি ২০ প্রতিষ্ঠান টেক্সওয়ার্ল্ড প্যারিসে উপস্থাপন ক...

নিজস্ব প্রতিবেদকঃ ফেব্রিক এবং পোশাক প্রস্তুতকারকদের জন্য আন্...

image

৫ ইসলামি ব্যাংকে বসছে প্রশাসক, একীভূতকরণে লাগবে দুই বছর: ...

নিউজ ডেস্ক : অনিয়মে বিপর্যস্ত ইসলামি ধারার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যা...

image

পিটার হাস কে আমরা জানি না—এলএনজি কেনায় অ্যাকসিলারেট এনার্...

নিউজ ডেস্ক : তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বাংলাদেশে নিযুক্ত...

image

দেশের রিজার্ভ আরও বাড়ল

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩০ দশমিক ৮৮ বিলিয়ন ড...

image

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদত্যাগ

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবা...

  • company_logo