
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাণিজ্য সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর। এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।
সোমবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকের সময় ডেরেক লো এ আগ্রহের কথা জানান। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা ও এর সঙ্গে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করবে সিঙ্গাপুর।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে নিজেদের পাশাপাশি অন্যান্য দেশেও সেবা দেওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুর অনুকরণীয়। তাদের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। তাই উভয় দেশের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য এবং বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্ব দিতে হবে।
বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : ডলারের দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনা অ...
নিউজ ডেস্ক : ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদন করার সময়সীমা আরও এক মাসের বেশ...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলে...
নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল...
মন্তব্য (০)