
ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। এবার তাঁকে দেখা যাবে ‘কাশেম বড়ি’ নাটকে ভ্রাম্যমাণ হকারের চরিত্রে। ভিন্ন ঘরানার গল্পে নির্মিত নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সামান্তা পারভেজ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলমগীর সাগর।
কাঁধে একটি ব্যাগ, সেই ব্যাগে থাকা কাশের বড়ির স্যাম্পল ঝুলিয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে চলন্ত বাসে হকারি করে বেড়ায় কাশেম। মুখরোচক কথার জালে মানুষকে আকৃষ্ট করে তাদের কাছে বিক্রি করে কাশের বড়ি। কেউ বোকা বনে তাঁর কাশের বড়ি কেনেন, কেউবা কেনেন না। কারণ তার এই বড়ি সে যেমন বলে, আসলে তেমন কিছুই না! কেউ আবার উল্টো তাঁর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে, কারণ এত মধুর কথা বলে কেন ভুয়া জিনিস বিক্রি করে?
এদিকে কাশেমের একমাত্র ছেলে আব্বাসও বলে, যে ওষুধ দিয়ে নিজেরই কাশি ভালো হয় না, সেই ওষুধ বিক্রি করা ঠিক না। কিন্তু কাশেম কারও কথাই কানে না নিয়ে নিজের নীতিতে ‘এতটুকু অপরাধ তেমন কিছুই না’ ভেবে দিব্যি দিনের পর দিন এই কর্ম করে যায়। তাঁর বিরুদ্ধে প্রতিবাদকারীদের উল্টো অপরাধী বানিয়ে হকার অ্যাসোসিয়েশনে লোক এনে শাস্তি দেয়। নিজেদের করা অভিযোগে নিজেরাই মীমাংসা করে, অনেক সময় আদায় করে জরিমানা! কিন্তু একপর্যায়ে নিয়তির নীতির কাছে কাশেমের পরাজয় ঘটে- এমন গল্পে নির্মাণ হয়েছে ‘কাশেম বড়ি’ নাটক।
শামীম হাসান সরকার বলেন, নাটকের গল্প অসাধারণ। এতে আমি অভিনয় করেছি হকারের চরিত্রে। আমার স্ত্রীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সামান্তা পারভেজ। গল্প ও চরিত্র মিলে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
নির্মাতা আলমগীর সাগর বলেন, ‘নাটকজুড়ে হাস্যরসের সব কাণ্ড দেখে দর্শক যেমন বিনোদনে বুঁদ হতে পারবেন, তেমনই শেষ দিকের ঘটনাচিত্র দেখার পর দর্শকরা পাবেন এক ভিন্ন দৃষ্টিভঙ্গি। দর্শকের মনে একটা বড় রকমের উপলব্ধি ঘটে যেতে পারে।’
শামীম-সামান্তা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন শামীম মোল্লা, পারভেজ সুমনসহ একঝাঁক অভিনয়শিল্পী। শিশুশিল্পী হিসেবে রয়েছে তায়েফ ও আনিফা।
বিনোদন ডেস্ক : সুইজারল্যান্ডে ঘুরতে গিয়ে একটি রেস্তোরাঁর কর্ণধার মাইক রি...
বিনোদন ডেস্ক : বলিউডের কুংফুখ্যাত অভিনেতা টাইগার শ্রফের সিনেমা 'বাগী...
বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই বিতর্...
বিনোদন ডেস্ক : টালিউডের প্রেমিক জুটি দীপক অধিকারী দেব ও অভিনেত্রী রুক্মি...
মন্তব্য (০)