• শিক্ষা

ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাব পেলো নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বুকে ভিন্ন ও সুস্থ্য ধারার শিক্ষার আলো ছড়িয়ে আসছে নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ। জেলা প্রশাসনের প্রত্যক্ষ নজরদারীতে পরিচালিত হওয়া এই বিদ্যাপিঠটি ইতিমধ্যেই ভালো ফলাফল ও মানসম্মত পাঠদানের কারণে নওগাঁবাসীর মাঝে নিরাপদ একটি জায়গা করে নিয়েছে। এছাড়া শিক্ষা সংক্রান্ত নানা প্রতিযোগিতামূলক কর্মকান্ডে বিয়াম স্কুলের শিক্ষার্থীরা সুনাম কুড়িয়ে আসছে।

বিদ্যাপিঠের শিক্ষার্থীদের ভাষা সংক্রান্ত কার্যক্রমে আরো শক্তিশালীতা আনতে এবং কম্পিউটার সম্পর্কে আরো জ্ঞান আহরণ করতে নতুন করে সংযোজন করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাব। বৃহস্পতিবার ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যাপিঠ প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে এই দুটি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বিয়াম ল্যাবরেটরী স্কুলগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করা হচ্ছে। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা সম্পর্কে আরো সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। বিশেষ করে ইংরেজি ভাষার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর মাঝে থাকা ভীতি ও ত্রুটি-বিচ্যুতিগুলো দূর হবে। ইংরেজি যে জটিল ভাষা নয় সেই ভীতিটি শিক্ষার্থীরা সহজেই ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে দূর করতে সক্ষম হবে। এই ক্লাবের দ্বারা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতা মূলক আইলেটসসহ অন্যান্য ইংলিশ বেইজড কম্পিটিশন ও আইসিটিতে যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

তিনি আরো বলেন শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাবের সঠিক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার সম্পর্কিত জ্ঞান সহজেই অর্জন করে নিজেকে বর্তমান তথ্য প্রযুক্তির সঙ্গে খাপ খেয়ে নিতে পারবে। এমন সংযোজন নওগাঁর বিয়াম স্কুলের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে। সন্তানকে একজন নিরাপদ মানুষ হিসেবে বিনির্মাণ করার পেছনে অভিভাবকদের গঠনমূলক নজরদারীর কোন বিকল্প নেই। অভিভাবকদের পর শিক্ষক ও প্রতিবেশীদের ভ’মিকা অনস্বীকার্য। তাই একজন শিক্ষার্থী ডেঞ্জার লেভেল অতিক্রম না করা পর্যন্ত  সন্তানদের প্রতি নিয়মিত সার্বিক খোঁজ খবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।  

মন্তব্য (০)





image

মিথ্যা তথ্য দিয়ে শিক্ষক হয়রানির অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

image

ডাকসু নির্বাচনে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ...

image

লাল কাপড় বেঁধে মৌন মিছিল, হামলাকারীদের বিচারের দাবিতে বাক...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন...

image

ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষি...

নিজস্ব প্রতিবেদকঃ প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মরহুম...

image

শিক্ষার্থীরা সহযোগিতা না করায় স্থগিত করা হয়েছে সিন্ডিকেট ...

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত...

  • company_logo