• লিড নিউজ
  • জাতীয়

‎মানুষ ও বন্য হাতির সহাবস্থান নিশ্চিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মানুষ ও বন্য হাতির সহাবস্থান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎রোববার রাতে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে করণীয় নির্ধারণে আয়োজিত এক পর্যালোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেছেন, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকেরা যাতে সহজে এবং দ্রুত ক্ষতিপূরণ পান, সে জন্য সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

‎রিজওয়ানা হাসান আরও বলেন, হাতির টিকে থাকার জন্য সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। স্থানীয়দের মধ্য থেকে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত এলিফ্যান্ট রেসপন্স টিমকে আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য তাদের ওয়াকিটকি ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার পাশাপাশি হাতির খাওয়ার উপযোগী গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

‎সভায় তিনি বলেন, বোরো মৌসুমে বিশেষ ব্যবস্থায় অতিরিক্ত জনবল মোতায়েন করতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে হবে। হাতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কথাও জানান তিনি। তবে তিনি সতর্ক করে বলেন, হাতির কাছাকাছি গিয়ে টিকটকসহ যেকোনো ভিডিও করা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

‎সভায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. আলী রেজা খান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেলের বন সংরক্ষক মো. ছানাউল্লাহ পাটোয়ারী এবং হাতি সংরক্ষণ প্রকল্পের পরিচালক।

মন্তব্য (০)





image

অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ সফল করতে সেনাবাহিনী প্রতিশ...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ সফলভাবে বাস্তবায়...

image

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্ট...

image

‎সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৫০ শতাংশই ভুতুরে: পরিকল্পনা ...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ...

image

‎রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. ...

image

সরকার পরিবর্তন বা কেয়ারটেকার নিয়ে গুজবে বিচলিত হওয়ার কারণ...

নিউজ ডেস্কঃ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আর্মি চি...

  • company_logo