
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ হাওরে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের কারণে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (৩১ আগস্ট) কিশোরগঞ্জের মিঠামইন অডিটরিয়ামে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওরের জীববৈচিত্র্য ধ্বংস ও প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষই দায়ী। সব পরিবর্তন প্রকৃতির সৃষ্টি নয়, অনেক কিছুই মানুষের কর্মকাণ্ডের ফল। প্রকৃত মৎস্যজীবী ছাড়া অন্য কাউকে হাওরের জলমহাল ইজারা দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জের হাওর এলাকায় অল ওয়েদার সড়ক নির্মাণের সময় পানি ও মাছ চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি। ফলে স্বাভাবিক পানি প্রবাহ ও মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। নির্বিঘ্নে পানি চলাচল ও মাছ সংরক্ষণের জন্য সড়কে আরও বেশি সংখ্যক কালভার্ট নির্মাণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আব্দুর রউফ, সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। অনুষ্ঠানে তিন উপজেলার শতাধিক মৎস্যজীবী অংশ নেন।
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ সফলভাবে বাস্তবায়...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্ট...
নিউজ ডেস্কঃ মানুষ ও বন্য হাতির সহাবস্থান নিশ্চিত করা সরকারের...
নিউজ ডেস্কঃ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. ...
মন্তব্য (০)