
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি খাদ্য অধিদপ্তরের ৮০ বস্তা চাউলসহ দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) সন্ধায় উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের আব্দুল মান্নানের বসতবাড়ি থেকে এসব চাউল জব্দসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত আফছার আলীর ছেলে মকবুল হোসেন মকুল (৫৫) ও আফজাল হোসেনের ছেলে মো. সুজন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা গোপনে সরকারি চাউল কিনে মজুত করে বিক্রি করে আসছিলেন। পুলিশ অভিযানে দুটি ঘর থেকে ৮০ বস্তা চাউল উদ্ধার করে। জানা গেছে, তারা খাদ্য অধিদপ্তরের সরকারি বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় ভরে বিভিন্ন জায়গায় বিক্রি করত।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ বস্তা চাউলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত চাউল থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাব-১৩ এর...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
ফরিদপুর প্রতিনিধি : অর্থের বিনিময়ে নয়, মেধা আর যোগ্যতা দিয়েই পুলিশে চাকরি পাও...
মন্তব্য (০)